রাজা ফেরাউন এর মমি (Pharaoh’s Mummy)

রাজা ফেরাউন এর মমি (Pharaoh's Mummy)

রাজা ফেরাউন এর মমি (Pharaoh’s Mummy):

বাইবেল অনুযায়ী রাজা ফারাও বা ফেরাউন এর মৃতদেহ সাগরে ডুবে গিয়েছিল। রাজা ফারাও যখন মুসা নবীকে ধাওয়া করছিল তখন ফারাও এর দেহে লোহার বর্ম (লোহার তৈরী পোশাক) পরা ছিল। ফারাও যে বর্ম ব্যবহার করত তা লোহা এবং তামা দিয়ে তৈরী হত। আর দেখতে সুন্দর করার জন্য সেখানে কারুকার্য সহ বিভিন্ন ধরণের পাথর ব্যবহার করা হত। সুতরাং, লোহার ভারে রাজা ফারাও এর মৃতদেহ সাগরের নিচে ডুবে যাওয়ার কথা। কিন্তু রাজা ফারাও এর মৃতদেহ সাগরে নয় বরং মরুভুমিতে মমি অবস্থায় পাওয়া গেছে। তাহলে প্রশ্ন উঠে সাগরের নিচ থেকে কে রাজা ফেরাউন এর লাশ মরুভুমিতে নিয়ে আসল এবং মমি বানালো? মমি হলোওষুধে মাখানো কাপড়ে জড়ানো এমন একটি মৃতদেহ যা মানবিক প্রযুক্তির মাধ্যমে এমনভাবে তৈরী যে, তা প্রাকৃতিকভাবে ধ্বংস এবং হ্ময়প্রাপ্ত হয় না।

কোরআন যদি বাইবেল থেকে নকল করে লিখা হত তাহলে কোরআনেও মৃতদেহ ডুবে যাওয়ার কথা উল্লেখ থাকত। কিন্তু কোরআনে বলা আছে আল্লাহই ফেরাউনের লাশ রক্ষা করবেন পরবর্তী প্রজন্মের নিদর্শনের জন্য। কোরআনে ভুল নেই, বরং, সঠিক কথাই বলা হয়েছে। কোরআনে (১০:৯২) আছে,

٩٢  فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ

অর্থঃ আজ আমি তোমাকে (অর্থ্যাৎ) তোমার দেহকেই বাচিয়ে রাখব (রক্ষা করব), যাতে করে তুমি (তোমার এ দেহ) পরবর্তী (প্রজন্মের লোকদের) জন্য একটা নিদর্শন হয়ে থাকতে পার; অবশ্য অধিকাংশ মানুষই আমার (এসব) নিদর্শন থেকে সম্পুর্ণ (অজ্ঞ ও) বেখবর।

Today We (Allah is one and only) will preserve your body, so that you become a sign for those after you. But most people are heedless of Our (Allah is one and only) signs.

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন বাইবেল থেকে নকল করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) যদি বাইবেল থেকে কোরআন নকল করতেন তাহলে কোরআনেও বলা থাকত যে, রাজা ফেরাউন সাগরে ডুবে গিয়েছিল। কিন্তু তা বলা নেই। বরং, বলা আছে আল্লাহ ফেরাউনের লাশ রক্ষা করেছেন পরবর্তী প্রজন্মের নিদর্শনের জন্য।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন নিজে বানিয়েছেন, তাদের কাছে প্রশ্ন, রাসুল কি ভাবে এত গবেষণা করে, এত মিথ্যার মধ্যে, সঠিক তথ্যটি খুঁজে পেয়ে, তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

http://www.miracles-of-quran.com/mummy.htm

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published.