কুরআনের মত একটি গ্রন্থ নিয়ে আস
قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآَنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا (88)
বল, যদি মানুষ ও জ্বিন এ কুরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তবওু তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। (ইসরা, ১৭ : ৮৮)
এই আয়াতটি সমগ্র মানব ও জ্বিন জাতিকে এ মর্মে চ্যালেঞ্জ করে যে, তারা পারলে কুরআন মাজিদের মত একটি গ্রন্থ তৈরি করে নিয়ে আসুক।
পাশাপাশি এও বর্ণিত হয়েছে যে, কুরআন মাজিদের মত একটি গ্রন্থ তৈরি করতে কেউ কখনো সক্ষম হবে না। বাস্তবতা হল, এমনকি, এ পর্যন্ত কেউ কুরআন মাজিদের মত একটি গ্রন্থ রচনা করার চেষ্টা পর্যন্ত করে নি, যা কুরআন মজিদ আল্লাহ তাআলা কর্তৃক অবতীর্ণ আসমানি গ্রন্থ হওয়ার ব্যাপারে আরও একটি উজ্জ্বল প্রমাণ। স্মরণ করে নেয়া ভাল যে, খৃস্টানরা বাইবেলের প্রচুর সংখ্যক ভিন্ন ভিন্ন ভার্সন তৈরি করেছে। কিন্তু কেউ কখনো কুরআন মাজিদের, এমনকি, একটি দ্বিতীয় ভার্সন পর্যন্ত প্রস্তুত করে, দেখায় নি।