ব্যবস্থাপনা (Management)

Managment 1

ব্যবস্থাপনা (Management)

মহান আল্লাহ এই মহাবিশ্বের সবকিছুর ব্যবস্থাপক। তাঁর আদেশ পালনের জন্য রয়েছে কোটি কোটি ফেরেশতা। তিনি সবকিছুই সুনির্দিষ্ট অনুপাতে এবং পরিমানে সৃষ্টি করেছেন। কোন কিছুই তিনি অনর্থক সৃষ্টি করেননি। পরমানু থেকেও ছোট অথবা মহাবিশ্বের বড় বড় দৃশ্যমান বা অদৃশ্য সকল গ্রহ-নক্ষত্রই সৃষ্টি করেছেন মহান আল্লাহ্‌ তায়ালা। এই সবকিছুর ব্যবস্থাপনাই আল্লাহ্‌ নিয়ন্ত্রণ করেন। তবে এই ব্যবস্থাপনার কাজ তাকে বিন্দুমাত্র ক্লান্ত করেনা। আর আল্লাহ্‌ মানুষকে এই পৃথিবীতে তাঁর খলিফা হিসেবে পাঠিয়েছেন। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও ব্যবস্থাপনার প্রয়োজন আছে। ব্যবস্থাপনার প্রধান কাজ হল নিয়ন্ত্রণ করা এবং ভারসাম্য রক্ষা করা। আর আধুনিক ব্যবস্থাপনার প্রধান কাজ হচ্ছে সফলভাবে কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়া। একজন ম্যানেজারই সাধারণত এই কাজ করে থাকে। ব্যবস্থাপনা সম্পর্কে কোরআনে (৪৩:৩২) আয়াতে উল্লেখ করা হয়েছে।

أَهُمْ يَقْسِمُونَ رَحْمَةَ رَبِّكَ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُمْ مَعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِيَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا وَرَحْمَةُ رَبِّكَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ (32)

অর্থঃ…আমি তাদের একজনের উপর আরেকজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট (তারা যে সব সম্পদ জমা করে তার চেয়ে বড়)।

We raise some of them above others in ranks, so that some may work from others.

মানুষ দলবদ্ধ ভাবে কোন কাজ করলে একজনকে নেতা হিসেবে মেনে নিতে হয় যিনি নিজে কাজ করার পাসাপাশি সবাইকে দিয়ে কাজ করিয়ে নিবেন, কর্মবন্টন করে দিবেন এবং পুরষ্কারও বণ্টন করে দিবেন। একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যানেজারই এই দায়িত্ব পালন করেন। আর বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ছোট থেকে বড় আসন পর্যন্ত অনেকগুলো পদবীর ধাপ থাকে। কাজে সফল হলে পদোন্নতির মাধ্যমে একটি একটি করে ধাপ অর্জিত হয়। কোরআনেও এইরকম ধাপের কথা উপরের আয়াতে উল্লেখ করা হয়েছে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি প্রাতিষ্ঠানিক পদবীর ধাপগুলোর উপর গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *