সৌজন্যতা ও ভাল আচরণ(Social Courtesy)
সৌজন্যতা ও ভাল আচরণ মানুষের একটি বড় গুণ। মানুষ সামাজিক জীব। সমাজে মানুষ দলবদ্ধ ভাবে বসবাস করে। একজনের সুখে যেমন মানুষ অনুষ্ঠান করে একত্রিত হয়, তেমনি একজনের দঃখেও মানুষ অনুষ্ঠান করে একত্রিত হয়। সামাজিক বন্ধন ও প্রতিবেশীদের সাথে ভাল সম্পর্ক বজায় রেখে চলা সুন্নত। এমনকি মানুষকে খুশী করার জন্য মৃদু হাসলেও তা ইবাদত। মুসলিমরা দিনে পাঁচ বার মসজিদে জামায়াত বদ্ধ হয় সালাত আদায়ের জন্য এবং তা শুধুমাত্র আল্লাহকে খুশী করার জন্য। তবে মসজিদে এসে সালাত আদায়ের আরো উপকারিতা রয়েছে। জামায়াত বদ্ধ সালাতের ফলে সমাজের একে অন্যের সাথে দেখা হয়। ফলে সামাজিকতাও রক্ষা হয়। প্রতিটি মানুষই নিজ অধিকারের বিষয়ে খুব সচেতন থাকে। অধিকারের ক্ষেত্রে সাধারণত একে অন্যকে কোন ছাড় দেয়না। কিন্তু মসজিদে কেউ যদি নামায আদায়ের জন্য জায়গা করে দিতে বলে তাহলে আল্লাহ মুসলিমদের জায়গা প্রশস্ত করে দিতে বলেছেন। কোরআনের (৫৮:১১) আয়াতে তা উল্লেখ করা হয়েছে।
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ وَإِذَا قِيلَ انْشُزُوا فَانْشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آَمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (11)
অর্থঃ হে ঈমানদার ব্যক্তিরা, যখন মসজিদসমূহে একটু নড়েচড়ে জায়গা প্রশস্ত করে দিতে তোমাদের বলা হয়, তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিও, তাহলে আল্লাহ তায়ালাও তোমাদের জন্য জান্নাতে এভাবে জায়গা প্রশস্ত করে দেবেন…
O you who have believed, when you are told, “Space yourselves” in assemblies, then make spaces; Allah will make space for you.
উপরের আয়াতে মসজিদে কেউ সালাতের জন্য জায়গা চাইলে জায়গা করে দিতে বলা হয়েছে। এটাও একধরণের সামাজিক সৌজন্যতা যা মসজিদে গিয়ে আমরা শিখতে পারি। যে কোন অনুষ্ঠানে ভিড় বেশি হলে, সেখানে উপস্থিত মানুষেরা অসহিষ্ণু হতে উঠে কিন্তু ইসলাম আমাদের সালাতের সময় ভিড়ের মধ্যেও জায়গা ছেড়ে দিয়ে সহিষ্ণু থেকে সামাজিক সৌজন্যতা প্রকাশ করতে বলে।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি মানুষের সামাজিক আচরণের উপর গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।