সকল বাক্য ও সুরা সুন্দরভাবে ও অনুপাত মত বিকশিত

Rose

সকল বাক্য ও সুরা সুন্দরভাবে ও অনুপাত মত বিকশিত

সকল কবিতা ও কাব্যধর্মী লেখার ক্ষেত্রে একটি বা কয়েকটি বাক্য বা তার অল্প কিছু বাকরীতি কিংবা চরণ, শব্দ ও প্রবাদ-প্রবচনের বিচারে অন্যগুলির তুলনায় কম মানসম্পন্ন হয়ে থাকে। কুরআন মাজিদ বেশির ভাগ ক্ষেত্রে কাব্যধর্মী ভাষায় অবতীর্ণ হয়েছে। এতদসত্ত্বেও তার সকল আয়াত ও সুরা সমভাবে সবাক, সুন্দর ও হৃদয়গ্রাহী। এমন সুন্দর, অনুপম রচনাশৈলী ও ভাষার ছন্দ গতিসম্পন্ন ৬,000 এর বেশি আয়াতের একটি গ্রন্থ রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন নির্ভুল লেখক ছিলেন যিনি সকল বাক্য ও সুরাকে সমগুরুত্ব দিয়ে এবং তার উপর গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *