সকল বাক্য ও সুরা সুন্দরভাবে ও অনুপাত মত বিকশিত
সকল কবিতা ও কাব্যধর্মী লেখার ক্ষেত্রে একটি বা কয়েকটি বাক্য বা তার অল্প কিছু বাকরীতি কিংবা চরণ, শব্দ ও প্রবাদ-প্রবচনের বিচারে অন্যগুলির তুলনায় কম মানসম্পন্ন হয়ে থাকে। কুরআন মাজিদ বেশির ভাগ ক্ষেত্রে কাব্যধর্মী ভাষায় অবতীর্ণ হয়েছে। এতদসত্ত্বেও তার সকল আয়াত ও সুরা সমভাবে সবাক, সুন্দর ও হৃদয়গ্রাহী। এমন সুন্দর, অনুপম রচনাশৈলী ও ভাষার ছন্দ গতিসম্পন্ন ৬,000 এর বেশি আয়াতের একটি গ্রন্থ রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।