মানুষের উৎস
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى (37)
সে (মানুষ) কি মায়ের গর্ভে বীর্যের শুক্রবিন্দু ছিল না, যা স্খলিত হয়? (কিয়ামাহ, ৭৫ : ৩৭)
বহু বছর পর্যন্ত— বিজ্ঞানীদের বিশ্বাস ছিল, রজঃস্রাবের রক্তই হল মানব জীবনের উৎস। এমনকি মাইক্রোস্কোপ আবিষ্কারের পরও অনেক বিজ্ঞানীর মধ্যে এই ধারণা প্রবল ছিল। তাদের বিশ্বাস ছিল, রজঃস্রাবের রক্তে পূর্ণ গঠিত ভ্রূণ বিদ্যমান রয়েছে এবং একটি শিশুর জন্মের ক্ষেত্রে পুরুষের বীর্যের এছাড়া কোনো ভূমিকা নেই যে, তা রজঃস্রাবের রক্তকে গাঢ় হতে সহযোগিতা করে। কুরআন মাজিদ এই আয়াতে পূর্বের বিজ্ঞানীদের বিশ্বাসের সঙ্গে দ্বিমত পোষণ করে। পাশাপাশি তা মানুষের উৎস সম্পর্কে এই মর্মে যথাযথ ও সঠিক তথ্য প্রদান করে যে, মানুষের সৃষ্টি হয় শুক্রবিন্দু থেকে।