মক্কা থেকে অমুসলিমদের বিতাড়ন
وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا (76)
আর তাদের (অমুসলিমদের) অবস্থা এমন ছিল যে, তারা তোমাকে (মক্কার) জমিন থেকে উৎখাত করে দিবে যাতে তোমাকে সেখান থেকে বের করে দিতে পারে এবং তখন তারা তোমার পরে স্বল্প সময়ই (মক্কায়) টিকে থাকতে পারত। (বনী ইসরাইল, ১৭ : ৭৬)
এসব আয়াত অবতরণের এক বছর পর মক্কার মুশরিকরা মহানবী (সাঃ) কে মক্কা থেকে বহিষ্কার করে এবং তাকে মদিনায় হিজরত করতে বাধ্য করে। সে সময় কেউ এ কথা বিশ্বাস করতে পারে নি যে, মহানবী (সাঃ) পরবর্তীতে মক্কা থেকে মুশরিকদের বহিষ্কার করবেন। ইতিহাস সাক্ষ্য বহন করে, হিজরী অষ্টম বর্ষে
মহানবী (সাঃ) একজন বিজেতার বেশে মক্কায় প্রবেশ করেন। অধিকন্তু, দুই বছর পর, কুরআন মাজিদের নবম সূরায় বর্ণিত আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে মহানবী (সাঃ) মক্কা থেকে সকল মুশরিক ও অমুসলিমদের বহিষ্কার করেন। কুরআন মাজিদের এই ভবিষ্যৎবাণী তার পূর্ণ মর্ম সহকারে বাস্তবতার রূপ
পরিগ্রহ করে এবং এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রাক্কালে কোনো কাফিরই মক্কায় বসবাস করত না।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন জ্যোতিষবিদ ছিলেন যিনি গ্রহ নক্ষত্র দেখে ভবিষ্যত বলে দিতে পারতেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا (76)
আর তাদের (অমুসলিমদের) অবস্থা এমন ছিল যে, তারা তোমাকে (মক্কার) জমিন থেকে উৎখাত করে দিবে যাতে তোমাকে সেখান থেকে বের করে দিতে পারে এবং তখন তারা তোমার পরে স্বল্প সময়ই (মক্কায়) টিকে থাকতে পারত। (বনী ইসরাইল, ১৭ : ৭৬)
এসব আয়াত অবতরণের এক বছর পর মক্কার মুশরিকরা মহানবী (সাঃ) কে মক্কা থেকে বহিষ্কার করে এবং তাকে মদিনায় হিজরত করতে বাধ্য করে। সে সময় কেউ এ কথা বিশ্বাস করতে পারে নি যে, মহানবী (সাঃ) পরবর্তীতে মক্কা থেকে মুশরিকদের বহিষ্কার করবেন। ইতিহাস সাক্ষ্য বহন করে, হিজরী অষ্টম বর্ষে
মহানবী (সাঃ) একজন বিজেতার বেশে মক্কায় প্রবেশ করেন। অধিকন্তু, দুই বছর পর, কুরআন মাজিদের নবম সূরায় বর্ণিত আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে মহানবী (সাঃ) মক্কা থেকে সকল মুশরিক ও অমুসলিমদের বহিষ্কার করেন। কুরআন মাজিদের এই ভবিষ্যৎবাণী তার পূর্ণ মর্ম সহকারে বাস্তবতার রূপ
পরিগ্রহ করে এবং এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রাক্কালে কোনো কাফিরই মক্কায় বসবাস করত না।