নিরস বিষয়ের উপর সত্য ও সরস রচনা

Salt & sugar

নিরস বিষয়ের উপর সত্য ও সরস রচনা

কুরআন মাজিদে আলোচিত অধিকাংশ বিষয়ই আকাইদ বা বিশ্বাস, নীতি- নৈতিকতা, ব্যক্তিগত আচরণ, সামাজিক বাধ্যবাধকতা, নৈতিক বিষয় ও মানবিক ইতিহাস ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। এ পর্যন্ত কোনো মানুষই এ ধরনের বিষয়ের ওপর কাব্যগ্রন্থ রচনা করে নি। কিন্তু কুরআন মাজিদ এ ধরনের বিষয়ের আলোচনা পেশ করেছে এমন কাব্যধর্মী ভাষায় যা তার ছন্দে, সৌকর্যে ও রচনাশৈলীতে অতুলনীয়।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন ভাষাবিদ ছিলেন যিনি সকল নিরস বিষয়ের উপর সত্য ও সরস রচনার উপর গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *