তিনটি আবরণ দ্বারা ভ্রূণের আচ্ছাদন

Three layers

তিনটি আবরণ দ্বারা ভ্রূণের আচ্ছাদন

خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنْزَلَ لَكُمْ مِنَ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِنْ بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُصْرَفُونَ (6)

তিনি (আল্লাহ) তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে; বিভিন স্তরে একেরপর এক, তিন অন্ধকারের (আবরণের) মধ্যে। তিনিই আল্লাহ, তোমাদের রব ও পালনকর্তা। (যুমার ৩৯ : ০৬)

পূর্বেকার ভাষ্যকারগণ ‘অন্ধকারের তিন আচ্ছাদন’-এর ব্যাখ্যা করেছেন  উদরের বেষ্টনী, জরায়ুর দেয়াল ও ভ্রুণের চারপাশে বেষ্টিত ঝিল্লি। ভ্রূণবিজ্ঞানের সাপ্রতিক গবেষণায় দেখা গেছে, এই তিনটি স্তরের প্রত্যেকটি পরবর্তীতে তিনটি পৃথক পৃথক স্তর গঠন করে। উদরের আচ্ছাদন তিনটি স্তর দ্বারা গঠিত : বহিঃস্থ তির্যক মাংসপেশীর আবরণ, আভ্যন্তরীণ তির্যক মাংসপেশীর আবরণ ও আড়াআড়ি মাংসপেশীসমূহ। অনুরূপভাবে

জরায়ুর দেয়াল তিনটি স্তর দ্বারা গঠিত Epimetrium, Myometrium, Endometrium | Myometriumও পরবর্তীতে তিনটি স্তরের মাংসপেশী দ্বারা গঠিত হয় Longitudinal স্তর, আটটি

মাংসপেশী সমেত তারপরবর্তী একটি Interwoven স্তর, অতঃপর একটি বৃত্তাকার মাংসপেশীর স্তর। অধিকন্তু যে কোষ ভ্রূণকে বেষ্টন করে থাকে তাও তিন স্তরে গঠিত। যথা : Amnion, Chorion I Decidion। ভ্রূণবিজ্ঞানের কোনো কোনো বইতে বলা হয়েছে, ভ্রূণ চারটি ঝিলি− দ্বারা পরিবেষ্টিত। তারা Yolk cell ঝিলি−কে ভ্রূণের চতুর্থ  স্তর বলে গণ্য করেন। যা হোক, Yolk cell ঝিল্লির পুষ্টি সংক্রান্ত— কোনো কাজ নেই এবং অবশেষে তা বিলুপ্ত হয়ে যায়। ভ্রূণের চারপাশে অবশেষে তিনটি ঝিল্লিই অবশিষ্ট থাকে। সৃষ্টিকর্তা ও সৃষ্টিজীবের রিজিকদাতা আল্লাহ তাআলা ব্যতীত আর কার কাছে মানবভ্রূণ বেষ্টিত আস্তরণের মত এমন জটিল ও সূক্ষ্ম বিষয়ের জ্ঞান থাকতে পারে?

 

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *