চির সবুজ আর বর্তমান সময়ের থেকেও অগ্রগামী
একটি মানবরচিত গ্রন্থ সেই জ্ঞানেরই প্রতিনিধিত্ব করে যা একজন লেখকের জন্যে একটি নির্দিষ্ট সময় ও স্থানে সুলভ হয়। মানুষের জ্ঞানের পরিধি নিত্যপ্রসার লাভ করছে। এজন্যে মানবরচিত প্রত্যেকটি বই-ই কিছুদিন পর অচল হয়ে যায়। একটি সময়সীমা পার হয়ে যাওয়ার পর একটি বইয়ে গ্রন্থিত জ্ঞান হয়তো মিথ্যা প্রমাণিত হয় কিংবা তা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। মানবজাতিকে কোরআন মাজিদ প্রদান করা হয়েছে সাড়ে চৌদ্দশত বছর পূর্বে। এই সময়ের মধ্যে মানুষের জ্ঞানে বহু পরিবর্তন ও উন্নতি সাধিত হয়েছে।
কিন্তু, কুরআন মাজিদের এক একটি একক শব্দ, প্রবাদ-প্রবচন, বাক্য কিংবা বিষয়বস্তুকে সংস্কার কিংবা পুনর্লিখনের প্রয়োজন পড়ে নি। তাছাড়া কুরআন মাজিদ প্রকৃতি ও মানুষের সুন্দরতম রহস্য সম্পর্কেও আলোচনা করেছে। বিগত চৌদ্দশ বছরের অধিককালে বিভিন্ন আবিষ্কার-উদ্ভাবন হয়েছে এবং এই কোরআনে বিজ্ঞানের নিরিখে কোনো সাধারণ অমিল কিংবা তারতম্য খুঁজে পাওয়া যায় নি। তবে এ বিষয়টি উল্লেখ্য যে, বাইবেলের বহুসংখ্যক সংস্করণ সাধিত হয়েছে। তথাপি বর্তমানেও তার মধ্যে বিজ্ঞানের সঙ্গে বহু সাংঘর্ষিক বিষয় রয়েছে।