চিন্তা শক্তি (Power of thinking)

Power Of thinking

চিন্তা শক্তি (Power of thinking)

কথায় বলে, মানুষ অভ্যাসের দাস। আবার অন্যদিকে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ স্বঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে চললে মানুষের সৎ ও স্বুস্থ চিন্তার বিকাশ ঘটে। আর স্বুস্থ চিন্তার বিকাশ ঘটলে সৎ অভ্যাস গড়ে উঠে। কিন্তু, অসৎ সঙ্গে চললে মানুষের অসৎ ও অস্বুস্থ চিন্তার বিকাশ ঘটে। আর অস্বুস্থ চিন্তার বিকাশ ঘটলে অসৎ অভ্যাস গড়ে উঠে যার পরিণতি হল নিশ্চিত ধ্বংস। অভ্যাস পরিবর্তন করা খুবই কঠিন। মানুষ অন্যের ভুল ধরতে পারলেও সাধারণত নিজের ভুল ধরতে পারেনা। কেবল চিন্তাশীল ব্যক্তিরাই নিজের ভুল ধরতে পারে। আর যখন কোন ব্যক্তি নিজের ভুল ধরতে পারে তখনই কেবল সে নিজের অভ্যাস পরিবর্তন করতে পারে। মানুষ সাধারণত নিজের প্রশংসা পেতে ভালবাসে। কিন্তু কেউ ভুল ধরিয়ে দিলে তাকে সবাই অপছন্দ করে। কিন্তু চিন্তাশীল ব্যক্তিদের ক্ষেত্রে কেউ ভুল ধরিয়ে দিলে তারা সহজে তা গ্রহণ করতে পারে এবং সে অনুযায়ী নিজেকে শুধরে নিতে পারে। সফল ব্যক্তিদের আরও একটি বৈশিষ্ট্য হল তারা ব্যর্থ হতে হতে শিখে। যতবার ব্যর্থ হয় ততবার নিজের ভুল শুধরে নেয়। কেবল চিন্তাশীল ব্যক্তিরাই নিজেদের শুধরে নিতে পারে। আর এ জন্যই ইসলাম চিন্তা করতে উৎসাহ দেয়। কোরআনে অন্য একটি আয়াতে আল্লাহ তাঁর সৃষ্টিজগৎ সম্পর্কে আমাদের চিন্ত ও গবেষণা করতে বলেছেন। আর চিন্ত ও গবেষণা থেকেই নতুন নতুন আবিষ্কার হয় যা আধুনিকতার নির্দেশক এবং জীবনকে সহজ করে। কোরআনে (৯১:৯-১০) এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا (10)

অর্থঃ নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফলকাম, যে (পাপ থেকে দূরে থেকে) তাকে পরিশুদ্ধ করেছে, আর যে ব্যক্তি (পাপে নিমজ্জিত হয়ে) তাকে কলুষিত করেছে, সে ব্যর্থ হয়েছে।

He will indeed be successful who purified it and he failed who has corrupted it.

আপাত দৃষ্টিতে সৎ পথে চলা কঠিন মনে হয় কিন্তু এর ফলাফল সবসময়ই ভাল। অন্যদিকে অসৎ পথে চলা সহজ মনে হলেও এর ভবিষ্যৎ পরিনাম খুবই ভয়াবহ। কেবল চিন্তাশীল ব্যক্তিরাই অসৎ পথের লোভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে এবং তারা সৎ পথের অনুসরণ করে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি চিন্তা শক্তির উপকারিতার উপর গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *