কোরআনের দর্শন তার নাজিলের সময়ের সাথে পরিবর্তন হয়নি

No Change

কোরআনের দর্শন তার নাজিলের সময়ের সাথে পরিবর্তন হয়নি

যদি একজন মানুষ বছরের পর বছর লিখা অব্যাহত রাখে, সে তার লেখার স্টাইল, তার ধারণা ও চিন্তা-চেতনার মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবে। এভাবে কেবল ভাষার মধ্যেই নয়, বরং একজন লেখকের দর্শন ও মতামতের ক্ষেত্রেও সময়ের একটি পর্যায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সচরাচর পরিবর্তন দেখা যায়। কুরআন মাজিদ হযরত মুহাম্মদ (সাঃ)-এর ওপর ২৩ বছরব্যাপী সময়ের মধ্যে অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে। যদি হযরত মুহাম্মদ (সাঃ) কুরআন মাজিদের লেখক হতেন, তবে তার প্রথম দিকের লিখনীর সঙ্গে পরবর্তী সময়ের লেখনীর নিশ্চিত কিছু ভিন্নতা পরিলক্ষিত হত এবং সময়ের পালাবদলের সঙ্গে দৃষ্টিভঙ্গি ও চিন্তা-চেতনা প্রকাশের ক্ষেত্রে পরিবর্তন ও অনৈক্য দেখা দিত। কিন্তু, কুরআন মাজিদের প্রথম দিককার ও পরবর্তী সময়ের অবতীর্ণ আয়াতসমূহের ভাষার মধ্যে কোনো ধরনের পরিবর্তন দৃষ্টিগোচর হয় না। অধিকন্তু প্রথম দিকের ও পরবর্তী সময়ে অবতীর্ণ আয়াতসমূহের ভাষ্য ও দর্শনের ক্ষেত্রেও কোনো তারতম্য দেখা যায় না।

যারা বলেহযরত মুহাম্মদ (সঃকোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃকি একজন দার্শনিক ছিলেন যিনি সকল সময়ের গ্রন্থ গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেননাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *