কোন অতিরঞ্জন নেই

No cock and bull story

কোন অতিরঞ্জন নেই

আরবি কবিতা ও গদ্য যখন কোনো বিষয় বা ঘটনার বর্ণনা দেয়, প্রায়ই তাতে এমন অতিরঞ্জনের আশ্রয় নেয়া হয় যে, প্রকৃত ঘটনাই প্রচ্ছন ও অস্পষ্ট হয়ে যায়। এটি আরবি ভাষার একটি সহজাত প্রবণতা। তবে কুরআন মাজিদের ভাষা কোনো কিছুকেই অতিরঞ্জিত আকারে ব্যক্ত করে না। বস্তুত কুরআন মাজিদের ভাষা এই বিচারে অনুপম যে, তা আরবি ভাষার স্বাভাবিক রীতি ও সহজাত প্রবণতার অনুসরণ করে না।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন জনবল নিয়োগের বিশারদ ছিলেন যিনি লোক নিয়োগের উপর গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

(সংগ্রহ করা হয়েছে)

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *