কুরআন মাজিদের সংরক্ষণ
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9)
নিঃসন্দেহে আমি এই বার্তা (কুরআন মাজিদ) অবতীর্ণ করেছি, এবং আমিই তার (বিকৃত হওয়া থেকে) রক্ষণাবেক্ষণকারী। (হিজর, ১৫ : ০৯)
মুসলিম-অমুসলিম সকলে একবাক্যে স্বীকার করে যে, কুরআন মাজিদের টেক্সট এর মধ্যে কখনও কোনো পরিবর্তন সাধিত হয় নি। কুরআন মাজিদের শাশ্বত সংরক্ষণ ও তার বিশুদ্ধতার ভবিষ্যৎবাণী কেবল তার টেক্সট এর ক্ষেত্রেই সত্য প্রমাণিত হয়নি; বরং তার ক্ষূদ্রতম যতিচিহ্নের ক্ষেত্রেও অনুরূপভাবে সত্য। আরও লক্ষণীয় যে, এই বিচারে আরবি ভাষা সম্পূর্ণ স্বাতন্ত্র্যের অধিকারী যে, বর্ণমালার প্রত্যেকটি বর্ণই বিশেষ সাংকেতিক চিহ্নের (হরকতের) মাধ্যমে লিখা হয়, যা তার নির্দিষ্ট উচ্চারণ প্রদান করে।
নিন্মলিখিত উপাত্তটি কুরআন মাজিদের একটি বিস্তারিত বিবরণ সরবরাহ করে। এই তথ্যগুলি নেয়া হয়েছে ‘শরিয়া ডাইজেস্ট’, কুরআন সংখ্যা, ভলিউম ১৩ নম্বর -৫, পৃ. ১৮৭-৮৯, ১৯৬৯, লাহোর, পাকিস্তান থেকে।
সর্বমোট আয়াত সংখ্যা : ৬,০০০ এর বেশি।
সর্বমোট শব্দ সংখ্যা : ৮৬,৪৩০।
সর্বমোট বর্ণ সংখ্যা : ৩,২৩,৭৬০।
প্রতিটি বর্ণের মোট সংখ্যা :
‘আলিফ’ : ৪,৮৮,৭৭২; বা : ১১,৪২৮, তা : ১,১৯৯, ছা : ১,২৬৭, জীম : ৩,২৭৩, হা : ৯৭, খা : ২,৪১৬, দাল : ৫৬০২, জাল : ৪,৫৭৭, রা : ১১,৭৯৩ যা : ১,৫৯০, সীন : ৫৯৯১, শীন : ২,১১০, সাদ : ২,০১২, দুয়াদ : ১, ত্বা : ১২৭৭, যোয়া : ৮৪, আইন : ৯,২২০, গাইন : ২,২০৮, ফা : ৮,৪৯৯, ক্বাফ : ৬,৮১৩, কাফ : ৯৫০০, লাম : ৩,৪২২, মীম : ৩৬,৫৩৫, নূন : ৪০,১৯০, ওয়াও : ২৫,৫৩৬, হা : ১৯,০৭০, হামজা : ৩,৭২০, ইয়া : ৪৫,৯১৯।
হরকত বা বিশেষ ভাষাতাত্ত্বিক চিহ্নের মোট সংখ্যা :
ফাতহা (যবর) : ৫৩,২২৩, কাসরা (যের) : ৩৯,৫৮২ যম্মা (পেশ) : ৮,৮০৪, মাদ্দ : ১,৭৭১ তাশদিদ : ১,২৭৪ নুকতা : ১০৫৬৮৪। এটি কুরআন মাজিদের একটি মুজিজা যে তার কোনো শব্দ, কোনো বর্ণ, কোনো যতিচিহ্ন কিংবা কুরআন মাজিদের কোনো হরকত পর্যন্ত বিগত চৌদ্দশত বছরে পরিবর্তিত হয় নি। এদের বিভিন্ন অক্ষর, শব্দ ও আয়াতের মধ্যে বিভিন্ন অবাক হবার মত গণিতিক সম্পর্ক পাওয়া যায়।