কিছু বিষয়ের পুনরাবৃত্তি ঘটলেও বিরক্তিকর নয়
যদি একটি নির্দিষ্ট ধারণা কিংবা ঘটনাকে একই গ্রন্থে বারবার উল্লেখ করা হয়, ভাষা সাধারণত শ্রুতিকটু ও একঘেয়ে হয়ে পড়ে এবং এতে তার সৌন্দর্যও হারিয়ে যায়। কিন্তু এটি কুরআন মাজিদেরই একমাত্র বৈশিষ্ট্য যে, বহু ধারণা ও ঘটনাকে পুনঃপুনঃ বর্ণনা করার পরও কুরানিক ভাষা তার সৌন্দর্য অক্ষুন্ন রেখেছে। কিছু বিষয় যেমন : আল্লাহ তাআলার একত্ববাদ, মুহাম্মদ (সা:) আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওয়াত, কিয়ামত দিবস, মুমিনের গুণাবলি, নামাজ, দান ইত্যাদি কুরআন মাজিদর অধিক পুনরাবৃত বিষয়ের অন্তর্ভুক্ত। যাহোক কেউ এসব বিষয়ের বর্ণনার ক্ষেত্রে শব্দ ও বাকরীতির ন্যূনতম একঘেয়েমিও অনুভব করে না। এসব বিষয়ের প্রতিটি বিবরণ শব্দ চয়ন ও ভাষার সৌন্দর্যের বিচারে অনুপম ও স্বতন্ত্র। আমরা তাতে কোনো ধরনের শব্দ কিংবা বাকরীতির দ্বিরুক্তি লক্ষ্য করি না। এমনকি যদিও কুরআন মাজিদ একই ঘটনা কিংবা ধারণার পুণঃবর্ণনা দেয়।