বজ্রপাতের আঘাত (Lightning Strike)
বজ্রপাতের আঘাতে সাময়িকভাবে মানুষের পক্ষাঘাত বা প্যারালাইসিস হতে পারে। ৫০ বছর বয়স্ক একজন বৃদ্ধ একবার ঝরের কবলে পরে এবং বজ্রপাতের আঘাতে জ্ঞানশূন্য হয়ে থাকে প্রায় ১৫ মিনিট। যখন তার জ্ঞান ফিরে আসল, তখন সে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো নড়াচড়া করতে পারছিলনা এবং সেগুলো থেকে কোন অনুভুতিও পাচ্ছিলনা। এ বিষয়ে কোরআনে (৫১:৪৪-৪৫) উল্লেখ করা হয়েছে,
٤٥ فَمَا اسْتَطَاعُوا مِنْ قِيَامٍ وَمَا كَانُوا مُنْتَصِرِينَ ٤٤ فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنْظُرُونَ
অর্থঃ কিন্তু তারা তাদের মালিকের কথার নাফরমানী করল, অতপর এক প্রচণ্ড বজ্রাঘাত তাদের উপর এসে পড়লো এবং তারা চেয়েই থাকল। (আযাবের সামনে) তারা (একটুখানি) দাঁড়াবার শক্তিও পেলনা এবং এ আযাব থেকে নিজেদের তারা বাঁচাতেও পারলনা।
But they defied the command of their Lord, so the lightning struck them as they looked on. They could not rise up, nor could they find help.