হযরত মোহাম্মদ (সঃ) এর মৃত্যু
- আল্লাহ কোরআনে রাসুল (সঃ) এর মৃত্যুর কথা ‘নাতয়াফাইয়ানাক’ শব্দের মাধ্যমে তিনটি আয়াতে উল্লেখ করেছেন। আয়াত তিনটি হল (৪০:৭৭), (১৩:৪০) এবং(১০:৪৬)। এবার উপরের আয়াত তিনটির মধ্যে সুরার নাম্বারগুলোর দিকে লক্ষ্য করুণ। এরা হল ৪০, ১৩ এবং ১০। এদের যোগফল, ৪০+১৩+১০=৬৩। আমরা জানি, রাসুল (সঃ) ৬৩ টি বছর বেঁচে ছিলেন।
- কিন্তু ৪০, ১৩ এবং ১০ এর আর কি অর্থ হতে পারে। ১০ হল রাসুল (সঃ) মদীনার জীবনকাল। ১৩ হল রাসুল (সঃ) মক্কার জীবনকাল। আর ৪০ হল নবীর জন্ম থেকে নবুওয়্ত প্রাপ্তি পর্যন্ত সময়কাল।
- সুরা নম্বরগুলো যোগ করে আমরা ৬৩ পেয়েছিলাম। এবার চলুন আয়াত তিনটির (৪০:৭৭), (১৩:৪০) এবং(১০:৪৬) আয়াত নম্বরের দিকে লক্ষ্য করি। এরা হল ৭৭, ৪০ এবং ৪৬। এদের যোগফল হল, ৭৭+৪০+৪৬= ১৬৩। আপনার জানেন, কোরআনের গাণিতিক সম্পর্কগুলোর মধ্যে মৌলিক সংখ্যার বিশেষত্ব আছে। আর ১৬৩ হল ৩৮তম মৌলিক সংখ্যা। এখন প্রশ্ন হল ৩৮ এর অর্থ কি হতে পারে। সুরা মুহাম্মদের আয়াত সংখ্যা হল ৩৮।