সুরা লাহাবের অলৌকিকত্ব
- সুরা লাহাব কোরআনের ১১১ তম সুরা যা একটি বিজোড় সংখ্যা।
- সুরা লাহাবে আয়াত আছে মোট ৫ টি যা একটি বিজোড় সংখ্যা।
- উপরন্তু, প্রতিটি আয়াতে অক্ষরের সংখ্যাও বিজোড়।
- প্রথম আয়াতে অক্ষর আছে ১৫ টি। দ্বিতীয় আয়াতে অক্ষর আছে ১৯ টি। তৃতীয় আয়তে অক্ষর আছে ১৫ টি। চতুর্থ আয়াতে অক্ষর আছে ১৭ টি এবং পঞ্চম আয়াতে অক্ষর আছে ১৫ টি।
- সম্পুর্ণ সুরায় মোট শব্দ সংখ্যা হল ২৩ যা একটি বিজোড় সংখ্যা।
- সম্পুর্ণ সুরায় মোট অক্ষর সংখ্যা হল ৮১ যা একটি বিজোড় সংখ্যা।
- সুরাটির নাম المسد যাতে পাঁচটি অক্ষর আছে এবং ৫ একটি বিজোড় সংখ্যা। আরবী সংখ্যার মান ব্যবহার করে المسد এর মান আসে ১৩৫ যা একটি বিজোড় সংখ্যা।
- আরবী ২৮ টি অক্ষরের মধ্যে এই সুরায় মোট ব্যবহৃত হয়েছে ২১ টি অক্ষর যা একটি বিজোড় সংখ্যা।