রং
রং শব্দটি কোরআনে বহুবচনেও ব্যবহৃত হয়েছে মোট ৭ বার। আবার অন্যদিকে, আমরা জানি, সাদা আলোকে ভাগ করলে আমরা ৭ টি রং পাই। এই রংগুলি হল বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এটা কি এমনি এমনি মিলে গেছে না কোন কাকতালীয় ঘটনা? এটা পরীক্ষা করার জন্য চলুন আমরা কোরআনে ‘রং’ শব্দটি খুঁজি। ‘রং’ শব্দটি প্রথম পাওয়া যায় (১৬:১৩) নম্বর আয়াতে।
وَمَا ذَرَأَ لَكُمْ فِي الْأَرْضِ مُخْتَلِفًا أَلْوَانُهُ إِنَّ فِي ذَلِكَ لَآَيَةً لِقَوْمٍ يَذَّكَّرُونَ (13)
- লক্ষ্য করুন, উপরের আয়াতের একদম মাঝখানের শব্দটি হল أَلْوَانُهُ যার অর্থ রংগুলো। এই আয়াতের শুরু থেকে গুণলেও ৭ম শব্দটি أَلْوَانُهُ হবে আর শেষ থেকে গুণলেও ৭ম শব্দটি أَلْوَانُهُ হবে।
- এবার চলুন, এই আয়াতের অক্ষরগুলো গণনা করি। এখানেও অক্ষর পাবেন ৪৯ টি যা ৭ এর বর্গ। এখানেও যেন পরোক্ষভাবে ৭ কে নির্দেশক হিসেবে বোঝানো হচ্ছে।
- এবার চলুন লক্ষ্য করি, আয়াতটির নম্বরের দিকে। এটি ১৩ নম্বর আয়াত। ১৩ এর সাথে কি সম্পর্ক হতে পারে ৭ এর? ১৩X৭=৯১। অবাক হবার বিষয় হল, ১ থেকে শুরু করে ১৩ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে ৯১ পাওয়া যায়।
১+২+৩+৪+৫+৬+৭+৮+৯+১০+১১+১২+১৩=৯১