বিগ ব্যাঙ্গের পর প্রাথমিক অবস্থায় সবকিছু ধোয়া বা গ্যাসীয় ছিল (Primordial Smoke)

Smoke

বিগ ব্যাঙ্গের পর প্রাথমিক অবস্থায় সবকিছু ধোয়া বা গ্যাসীয় ছিল (Primordial Smoke)

বিগ ব্যাঙ্গের পর প্রাথমিক অবস্থা থেকে বর্তমান অবস্থা আসা পর্যন্ত ধাপগুলি কোন মানুষ বা জীন পর্যবেক্ষণ করেনি। তাই এসকল তত্ত্বের বেশিরভাগই অনুমান নির্ভর। তবে সে অনুমানগুলো যুক্তি নির্ভর। বিগব্যাঙ্গের পর প্রায় ৩,০০,০০০ বছর (আনুমানিক) পর্যন্ত সবকিছু প্রাথমিক অবস্থায়  ছিল। তখন সবকিছু একটি ধোয়ায় ভরা রুমের মত ছিল যার ভেতর থেকে আলো বাইরে বের হতে পারতনা। মহাবিশ্বের বয়স যখন বিলিয়ন বছর হল, তখন মহাবিশ্বের ধোয়াটে ভাব দূরীভূত হল। ফলে নক্ষত্র ও ছায়াপথগুলো দৃশ্যমান হল। বিগ ব্যাঙ্গের পর প্রথম প্রায় ৩৮,০০,০০০ বছর (আনুমানিক) দৃশ্যমান আলোর সমারোহে এই মহাবিশ্ব ঘনীভূত অবস্থায় ছিল। ঐ অবস্থায় আলো ছিল অস্বচ্ছ এবং দেখার অনুপযুক্ত। ঐ অবস্থায় আলোর ফোটন কণাগুলো স্বাভাবিক ভাবে ছুটোছুটি করতে পারতোনা। বিগব্যাঙ্গের কয়েক মিনিট পর যে ধোয়া বা গ্যাসীয় অবস্থার সৃষ্টি হয়েছিল, সেখানে ছিল হাইড্রোজেন, হিলিয়াম, কিছু লিথীয়াম এবং বেরিলিয়াম। কিন্তু যখন কোন গ্যাস অনেক বেশি উত্তপ্ত করা হয়, তখন তা ইলেকট্রন হারিয়ে আয়নিক হয়ে যায় এবং তখন ঘনীভূত হলে দেখতে অনেকটা ধোয়ার মত লাগে। বিগ ব্যাঙ্গের পর প্রাথমিক অবস্থায় দৃশ্যমান আলো ঘনীভূত অবস্থায় ছিল এবং উত্তপ্তও ছিল। এরপর প্রায় ৩৮,০০,০০০ বছর যখন মহাবিশ্ব ঠাণ্ডা হল, তখনই কেবল স্বচ্ছ ও দৃশ্যমান আলো দেখার মত অবস্থায় আসল। কোরআনে (৪১:১১) এ বিষয়ে ঊল্লেখ করা হয়েছে।

١١  ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ

অর্থঃ অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, যা (তখন) ছিল ধুম্রকুঞ্জ বিশেষ, এরপর তিনি তাকে ও যমিনকে আদেশ করলেন, তোমরা উভয়েই এগিয়ে এসো- ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়; তারা উভয়েই বলল, আমরা অনুগত হয়েই এসেছি।

Then He directed himself to the Heaven when it was SMOKE, and then said to it and to Earth: “Come willingly or by force” they said “We do come willingly”

কোরআনে সঠিক কথাই বলা হয়েছে। বিগব্যাঙ্গের পর প্রাথমিক অবস্থায় সবকিছু ধোয়া এবং উত্তপ্ত-অস্বচ্ছ গ্যাস। আধুনিক বিজ্ঞানীরাও একই মত প্রদান করেন।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে ওই আমলে জানলেন কোন আধুনিক যন্ত্রপাতি ছাড়াই যে, মহা বিশ্বের সবকিছু প্রাথমিক অবস্থায় ছিল ধোয়া বা গ্যাসীয় অবস্থায়? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহকোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *