১৯ এর অলৌকিকত্ব
- (01:01) প্রথম সুরার প্রথম আয়াত হল ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ এবং এতে ১৯ টি অক্ষর আছে।
- কোরআনের প্রথম যে সুরা নাযিল হয়েছে সেটি হল ‘সুরা আলাক’ আর এই সুরাতেও আয়াত আছে ১৯ টি।
- আর এই প্রথম নাযিল হওয়া ‘সুরা আলাক’ কোরআনের শেষের দিক থেকেও গুণে আসলেও তা হবে ১৯ তম সুরা।
- সর্বশেষ নাযিল হয়েছে ‘সুরা নাসর’ যা কোরআনের ১১০ তম সুরা। এই সুরার প্রথম আয়াতে অক্ষর আছে ১৯ টি।
- সর্বশেষ নাযিলকৃত এই সুরায় অর্থ্যাৎ ‘সুরা নাসর’ এ শব্দ আছে ১৯ টি।
- সম্পুর্ন কোরআনে সুরা আছে ১১৪ টি আর ১১৪ হল ১৯ এর গুণিতক। ১৯X৬=১১৪।
- ‘সুরা মুদ্দাসির’ এর ১৯ তম আয়াতে ৩ টি শব্দ আছে। আবার, অন্যদিকে এই সুরার ৩০ তম আয়াতে উনিশ (১৯) শব্দটি উল্লেখ আছে। তাহলে ১৯ এর সাথে নিশ্চয়ই ৩ এর সম্পর্ক আছে। সম্পুর্ণ কোরআনে ১৯ আয়াত বিশিষ্ট মোট ৩ টি সুরা আছে।