সূরা কাউসারের অলৌকিকত্বঃ
সূরা কাউসার কোরআনের ১০৮ তম সূরা এবং এটি কোরআনের সবচেয়ে ছোট সূরা।
- সূরা কাউসারে মোট দশটি শব্দ আছে।
- সূরা কাউসারের প্রথম আয়াতে মোট দশটি ভিন্ন ভিন্ন অক্ষর আছে (ইংরেজী ball শব্দে অক্ষর আছে মোট চারটি. b, a, l, l কিন্তু ভিন্ন ভিন্ন অক্ষর আছে তিনটি. b, a, l)। অনুরুপভাবে দ্বিতীয় আয়াতেও মোট দশটি ভিন্ন ভিন্ন অক্ষর আছে এবং তৃতীয় আয়াতেও মোট দশটি অক্ষর আছে।
- সম্পুর্ণ সূরায় ‘আলিফ’ অক্ষরটি এসেছে মোট দশবার।
- সম্পুর্ন সূরায় যে অক্ষরগুলো শুধুমাত্র একবার ব্যবহৃত হয়েছে, এরকম মোট দশটি অক্ষর আছে। যেমন- ball শব্দে অক্ষর আছে মোট চারটি. b, a, l, l কিন্তু শুধুমাত্র একবার যে অক্ষরগুলো ব্যবহৃত হয়েছে, তেমন আছে তিনটি অক্ষর. b, a, l কারণ l ব্যবহৃত হয়েছে দুটি)।
- এই সুরার প্রতিটি আয়াত বা বাক্য শেষ হয়েছে ‘রা’ দিয়ে। আর ‘রা’ হল আরবি হরফগুলোর মধ্যে দশম অক্ষর।
- কোরআনে মোট ১১৪ টি সুরা আছে। এর মধ্যে মোট দশটি সূরা ‘রা’ অক্ষর দিয়ে শেষ হয়েছে।
- এই সুরা শুরু হয়েছে ‘ইন্না’ শব্দ দিয়ে। এবার কোরআনের ১১৪ টি সুরার একদম প্রথমে যদি ‘ইন্না’ শব্দটি খুঁজেন, তাহলে দেখবেন মোট দশটি সূরা ‘ইন্না’ শব্দটি দিয়ে শুরু হয়েছে।
- এবার চলুন এই সূরায় শুধুমাত্র ‘রা’ অক্ষরগুলোর দিকে লক্ষ্য করি। ১৬ তম অক্ষরটি রা, ২১ তম অক্ষরটিও ‘রা’, ২৮ তম অক্ষরটিও ‘রা’ এবং ৪৩ তম অক্ষরটিও ‘রা’। এদের যোগফল, ১৬+২১+২৮+৪৩ = ১০৮ আর ১০৮ তম সূরাই হল সূরা কাউসার।