সুরা বাকারা আয়াত ১৪৩ (Surah Baqarah, ayat 143)

Surah baqara 143

সুরা বাকারা আয়াত ১৪৩ (Surah Baqarah, ayat 143)

কোরআনের সুরাগুলো সিরিয়াল মেনে নাযিল হয়নি। অর্থ্যাৎ কখনও প্রথমের সুরা, কখনবা শেষের সুরা আবার কখনবা মাঝের সুরা নাযিল হয়েছে। পরবর্তীতে প্রেক্ষাপট অনুযায়ী সেগুলোর ক্রম ঠিক করা হয়েছে। তা সত্ত্বেও কোরআনের বিভিন্ন স্থানে গানিতিক আলোকিকত্বের প্রমান পাওয়া যায়। কোরআনের সবচেয়ে বড় সুরা হল সুরা বাকারা। এটি কোরআনের দ্বিতীয় সুরা এবং এবং এই সুরারা আয়াত সংখ্যা হল ১৮৬ টি। কোরআনের এই সুরার আয়াতগুলোও সিরিয়াল মেনে নাযিল হয়নি। কোনটি আগে আবার কোনটি পরে নাযিল হয়েছে। কিন্তু এই সুরাটির ঠিক মাঝখানের আয়াতে অবাক হবার মত একটি বিষয় আছে। এই সুরাতে মোট ১৮৬ টি আয়াত আছে। সুতরাং, এর মাঝখানের আয়াত হল ১৮৬/২ = ১৪৩ তম আয়াতটি। (০২:১৪৩) তম আয়াতটি নিন্মরুপ,

وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ (143)

অর্থঃ এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী মানবদলে পরিনত করেছি, যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের উপর (হেদায়েতের) সাক্ষী হয়ে থাকতে পার…

উপরের আয়াতে মুসলিম জাতিকে আল্লাহ্‌ মধ্যপন্থী মানবদল বলে উল্লেখ করেছেন। একদিকে, وَسَطًا অর্থ হল মধ্যপন্থী। আবার, অন্যদিকে উপরের আয়াতটি সুরা বাকারার মাঝখানের বা মধ্যখানের (২৮৬/২=১৪৩) আয়াত। আর এই আয়াতেই আল্লাহ্‌ মুসলিমদের মধ্যপন্থী জাতি বলে উল্লেখ করেছেন। অবাক হবার বিষয় হল, আয়াতটিও মধ্যবর্তী আর এই আয়াতে যে মুসলিম জাতির কথা বলা হয়েছে, সেটিও মধ্যপন্থী মানবদল। অথচ এই সুরার আয়াতগুলো সিরিয়াল মেনে নাযিল হয়নি। অর্থ্যাৎ, হযরত মোহাম্মদ (সঃ) অঙ্ক করে ওহীর কথাগুলো বলেননি অর্থ্যাৎ তিনি ওহী নাযিলের আগে পরিকল্পনা করেননি যে, এই বাকারা সুরার মাঝখানের আয়াতে মিলকরণের জন্য মধ্যপন্থী মানবদলের কথা উল্লেখ করবেন। আর এটা কোরআনের অসংখ্য গানিতিক অলৌকিকত্বের মধ্যে সামান্য একটি মাত্র।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন গনিতবিদ ছিলেন, যিনি ওহী বর্ননার সময় এতই সতর্ক ছিলেন যে, মাঝখানের আয়াতে মিলকরণের জন্য মধ্যপন্থী মানবদলের কথা উল্লেখ করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *