সুরা ওয়াকিয়া এবং সুরা আর রাহমানের মধ্যে মিল

wakaia

সুরা ওয়াকিয়া এবং সুরা আর রাহমানের মধ্যে মিল

সুরা ওয়াকিয়ার গঠন কাঠামোর সাথে সুরা আর রাহমানের গঠন কাঠামোর একধরণের মিল আছে। সুরা ওয়াকিয়ার বিষয়বস্তুকে মোট পাঁচ ভাগে ভাগ করা যায় যা নিন্মে উল্লেখ করা হলঃ

  1. জান্নাত লাভের প্রতিযোগিতায় যারা সবচেয়ে বেশি অগ্রগামী।
  2. ডানপন্থীদের কথা উল্লেখ করা হয়েছে এবং তারাও জান্নাত লাভ করবে।
  3. বামপন্থীদের কথা উল্লেখ করা হয়েছে।
  4. আল্লাহর সৃষ্টি সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
  5. কোরআনের প্রশংসা করা হয়েছে।

এবার আসুন লক্ষ্য করি সুরা আর রাহমানের দিকে। সুরা আর রাহমানের বিষয়বস্তুকেও মোট পাঁচ ভাগে ভাগ করা যায় যা নিন্মে উল্লেখ করা হলঃ

  1. কোরআনের প্রশংসা করা হয়েছে।
  2. আল্লাহর সৃষ্টি সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
  3. বামপন্থীদের কথা উল্লেখ করা হয়েছে।
  4. ডানপন্থীদের কথা উল্লেখ করা হয়েছে এবং তারাও জান্নাত লাভ করবে।
  5. জান্নাত লাভের প্রতিযোগিতায় যারা সবচেয়ে বেশি অগ্রগামী।

এবার চলুন সুরা ওয়াকিয়া এবং সুরা আর রাহমানের বিষয়বস্তুগুলোর মধ্যে মিল খুজি। মিল খুজতে গেলে নিচের সম্পর্কগুলি পাওয়া যাবে।

সুরা ওয়াকিয়ার 1 নং বিষয়বস্তু = সুরা আর রাহমানের 5 নং বিষয়বস্তু

সুরা ওয়াকিয়ার 2 নং বিষয়বস্তু = সুরা আর রাহমানের 4 নং বিষয়বস্তু

সুরা ওয়াকিয়ার 3 নং বিষয়বস্তু = সুরা আর রাহমানের 3 নং বিষয়বস্তু

সুরা ওয়াকিয়ার 4 নং বিষয়বস্তু = সুরা আর রাহমানের 2 নং বিষয়বস্তু

সুরা ওয়াকিয়ার 5 নং বিষয়বস্তু = সুরা আর রাহমানের 1 নং বিষয়বস্তু

অর্থ্যাৎ, বিষয়বস্তুর দিক থেকে চিন্তা করলে সুরা ওয়াকিয়ার শুরু থেকে শেষের দিকে যেমন বিষয়বস্তু পাওয়া যাবে, ঠিক তেমনি, সুরা আর রাহমানের শেষের থেকে শুরুর দিকে পড়তে থাকলেও তেমন বিষয়বস্তু পাওয়া যাবে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন গনিতবিদ ছিলেন, যিনি ওহী বর্ননার সময় কোথায় এত সতর্ক ছিলেন যে, সুরা ওয়াকিয়া এবং সুরা আর রাহমানের বিষয়বস্তুগুলোর মধ্যে গানিতিক সম্পর্ক বজায় রেখেছেন, অথচ ইতিহাস বলে তিনি পড়তেও জানতেন না এবং লিখতেও জানতেন না? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *