সুরা আল আহযাব (Surah al-Ahzab 33, ayat 13)
সুরা আল আহযাব একটি মাদানী সুরা। কোরআনের ভাষা যে সম্পুর্ন বিশুদ্ধ তার প্রমাণ পাওয়া যায় এই সুরার ১৩ নম্বর আয়াতে। (৩৩:১৩) নম্বর আয়াতটির আলোচ্য অংশবিশেষ নিন্মরুপ,
يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ
অর্থঃ হে ইয়াসরেবের অধিবাসীরা, (আজ শত্রূ বাহিনীর সামনে) তোমাদের দাঁড়াবার মত কোন জায়গা নেই,
মদীনা শহরের আর একটি নাম হল ইয়াসরেব। কোরআনে মদীনা শব্দটি অনেকবার ব্যবহৃত হলেও ইয়াসরেব শব্দটি কেবল একবারই ব্যবহৃত হয়েছে। সুরা আল আহযাবে মদীনা এবং ইয়াসরেব উভয় শব্দটিই পাওয়া যায়।
হযরত মোহাম্মদ (সঃ) এর মদীনা দখলের আগে শহরটির নাম ছিল ইয়াসরেব। কিন্তু শহরটি যখন হযরত মোহাম্মদ (সঃ) এর দখলে চলে আসল তখন তার নাম হল মদীনা।
কিছু ইহুদী কোরাইশদের সহযোগিতা নিয়ে ইয়াসরেব শহরটি ঘিরে ফেলেছিল। প্রায় এক সপ্তাহ ঐ শহর ঘেরাও করা ছিল। কিন্তু রাসুল যখন শহরটি দখল করে ফেললেন, তখন শহরের ভিতরে থাকা কিছু নামধারী মুসলিম (মুনাফেক) হযরত মোহাম্মদ (সঃ) এর আনুগত্য প্রকাশের জন্য উপরের আয়াতের (৩৩:১৩) অংশটি বলেছিল। কিন্তু ঐ নামধারী মুসলিমরা(মুনাফেক) মন থেকে রাসুল (সঃ) কে মানতে পারেনি। কারণ, রাসুল আসার পর ঐ নামধারী মুসলিম(মুনাফেক)দের নেতৃত্ব ছেড়ে দিতে হয়েছিল।
অর্থ্যাৎ, তাদের মনে ছিল রাসুল (সঃ) যেন জয়ী না হয় এবং ইয়াসরেব শহরের নাম যেন পরিবর্তিত না হয়। কিন্তু, তারা মুখে মুখে রাসুল (সঃ) এর আনুগত্য দেখাচ্ছিল। কিন্তু, তাদের মনের অবস্থা তাদের মুখের কথায়, উপরের (৩৩:১৩) আয়াতের মাধ্যমে প্রকাশ পেয়ে গিয়েছিল। কারণ, (৩৩:১৩) আয়াতটিতে ঐ নামধারী মুসলিম(মুনাফেক)রা সম্বোধন করেছিল, “হে ইয়াসরেবের অধিবাসীরা”। কিন্তু তারা যদি রাসুল (সঃ) মন থেকে মেনে নিত তাহলে তারা বলত, “হে মদীনার অধিবাসীরা”। কারণ, রাসুল(সঃ) আসার আগে শহরটির নাম ছিল ইয়াসরেব আর রাসুল(সঃ) আসার পর শহরটির নাম হল মদীনা।