সুদ(Interest)

Interest

সুদ(Interest)

সুদ শুধুমাত্র ইসলামে হারাম নয় বরং প্রতিটি ধর্মেই নিষিদ্ধ। সুদ মানুষের জন্য একটি অভিশাপ। সুদের কারণে ধনী আরও ধনী হতে থাকে আর গরীব আরও গরীব হতে থাকে।

সুদের ফলে সমাজের, দেশের এবং পৃথিবীর সকল সম্পদের মালিক হয় কেবল অল্প কয়েকজন ব্যক্তি এবং অন্য সব গরীব মানুষেরা তাদের হাতে জিম্মি হয়ে যায়। সুদে টাকাই হল প্রধান বিষয় আর এ জন্য কোন কাজে সেই টাকা ব্যবহার হবে তা বিশ্লেষণ না করেই লোনের টাকা সাধারণ লোকদের দেয়া হয়। আর এজন্য লোনের টাকা এক কাজের কথা বলে অন্য কাজে লাগানো হয়। ফলে ফান্ড-ডাইভারশন এবং ক্যাপিটাল-ফ্লাইটের মত ঘটনা ঘটে। সুদের টাকা সমাজের জন্য ক্ষতিকর হয় এমন বিষয়েও খাটানো হয়। যেমন- বিড়ি সিগারেট, মদ, ক্যাসিনো, নাইট-ক্লাব ইত্যাদিতে সুদের টাকা খাটানো হয়। কিন্তু আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। আর এ জন্যই ইসলামী ব্যংকিংয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হল কেনা-বেচা নিশ্চিত করা। সুদ বর্জন না করলে যে ভয়াবহ পরিস্থিতি হবে সে বিষয়ে কোরআনের (০২:২৭৯) আয়াতে উল্লেখ করা হয়েছে।

فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ (279)

অর্থঃ যদি তোমরা এমনটি না করো, তাহলে অতপর আল্লাহ তায়ালা ও তার রাসুলের পক্ষ থেকে (তোমাদের বিরুদ্ধে) যুদ্ধের (ঘোষণা থাকবে), আর যদি (এখনো) তোমরা (আল্লাহর দিকে) ফিরে আসো তাহলে, তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে, (সুদী কারবার দ্বারা) অন্যের উপর জুমুল করো না, তোমাদের উপরও অতপর (সুদের) জুলুম করা হবেনা।

And if you do not then be informed of a war against you from Allah and his messenger. But, if you repent, you may have your principal- thus you do not wrong nor as you wronged.

আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধের শাস্তি সম্পর্কে উল্লেখ করেছেন কিন্তু সুদ গ্রহণই একমাত্র অপরাধ যার বিরুদ্ধে আল্লাহ ও তার রাসুল যুদ্ধ ঘোষণা করেছেন। মিথ্যা দিয়ে যেমন সকল অপরাধের শুরু হয়, ঠিক তেমনি, এই সমাজ, দেশ ও পৃথিবীর সকল বিশৃঙ্খলার পেছনে প্রধান কারণ হল সুদী অর্থনৈতিক ব্যবস্থা। সুদ গ্রহণকে নিজ মায়ের সাথে জেনা করার সাথে তুলনা করা হয়েছে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি ঐ আমলে সমগ্র পৃথিবীর সকল অর্থব্যবস্থার উপর গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

 

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *