শরীরের বাইরে কঙ্কাল (Exoskeleton)

Exo

শরীরের বাইরে কঙ্কাল (Exoskeleton)

আমাদের শরীরে নরম এবং গুরুত্বপুর্ন অঙ্গগুলো কঙ্কালের হাড় দ্বারা মোড়ানো থাকে। তার উপর থাকে মাংস বা গোস্তের স্তর। আবার, তারও উপরে থাকে চামড়ার আবরণ। কিন্তু এমন অনেক ছোট প্রানী বা পতঙ্গ আছে, যাদের কঙ্কাল বা হাড় থাকে শরীরের বাইরে। এক ধরণের পিঁপড়া আছে যারা পাতা কাটায় খুব দক্ষ। আগের দিনে যুদ্ধের সময় যোদ্ধারা যেমন লোহার পোশাক বা ঢাল ব্যবহার করত, তেমনি ঐ পাতা-কাটা-পিঁপড়াদের শরীরের বাইরের দিকে শক্ত এবং স্বচ্ছ কঙ্কালের স্তর থাকে যা ঢালের মত কাজ করে। বিজ্ঞানীরা এই ধরণের পাতা-কাটা-পিঁপড়াদের শরীরের বাইরের দিকের শক্ত এবং স্বচ্ছ কঙ্কালের স্তর পরীক্ষা করে নতুন একধরণের খনিজ আবিষ্কার করেছেন। এই পিঁপড়ার শরীরে জড়ানো ক্রিস্টাল-কোটের মত স্তরটি শক্ত এবং ভঙ্গুর। আঘাত পেলে এটি গ্লাসের মতই ভেঙ্গে যায়। খালি চোখে এই পাতলা কঙ্কালের স্তর দেখা যায়না। এই বিষয়টি পরোক্ষভাবে কোরআনে (২৭:১৮) উল্লেখ করা হয়েছে।

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ (18)

অর্থঃ (সোলায়মান একবার অভিযানে বের হলো,) তারা যখন পিপীলিকা (অধ্যষিত) উপত্যকায় পৌছালো, তখন একটি স্ত্রী পিপীলিকা (তার স্বজনদের) বললো, হে পিপীলিকার দল, তোমরা (দ্রুত) নিজ গর্তে ঢুকে পড়ো, (দেখো) এমন যেন না হয়, সোলায়মান ও তার বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে

Until, when they came upon the valley of the ants, an ant said, “O ants, enter your homes so that you do not be crushed by Solomon and his soldiers while they do not feel it”

উপরের আয়াতে ‘ইয়াহতিমান্নাকুম’ অর্থ ভেঙ্গে যাওয়া বা পিষ্ট হওয়া। আর আজ আমরা জানতে পেরেছি যে পিঁপড়ার শরীরের বাইরে পাতলা কঙ্কালের স্তর থাকে যা কাচের গ্লাসের মত ভেঙ্গে যেতে পারে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন পিঁপড়ার শরীরের বাইরে পাতলা কঙ্কালের স্তর থাকে? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *