মধ্যাকর্ষন বল (Gravity)
এই মহাবিশ্ব কিভাবে ধ্বংস হবে? সাধারণত ভাবা হয় তিনভাবে এই ঘটনা ঘটতে পারে। হঠাৎ করে চিড় ধরে, মহাবিশ্ব সংকোচনের ফলে অথবা নক্ষত্রগুলোর জ্বালানি শেষ হয়ে গিয়ে সবকিছু ঠাণ্ডা হয়ে গেলে। কিন্ত মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা প্রথম তত্ত্বটি অর্থ্যাৎ, হঠাৎ করে চিড় ধরে মহাবিশ্ব ধ্বংস হবার ধারণাটিকে ভুল বলেছে। সুতরাং, বাকী থাকল আর দুইটি উপায়। বিশ্ব সংকোচনের ফলে অথবা নক্ষত্রগুলোর জ্বালানি শেষ হয়ে গিয়ে সবকিছু ঠাণ্ডা হয়ে গেলে।
স্টিফেন হকিংসের বর্ননা থেকে আমরা জানতে পারি, এই মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। হঠাৎ একদিন এই সম্প্রসারণ বন্ধ হয়ে যাবে। তারপর শুরু হবে সংকোচন। এবং মহাবিশ্ব ধ্বংস হবে সংকোচনের বা বিগ ক্রাঞ্চের মাধ্যমে। কোরআনে বিগ ক্রাঞ্চ সম্পর্কে নিন্মের আয়াত (৭:১৮৭) আছে।
١٨٧ يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّي ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً ۗ يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
অর্থঃ তারা তোমার কাছে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। এ দিনটি কখন সংঘটিত হবে; তুমি তাদের বল, এ জ্ঞান তো (রয়েছে) আমার মালিকের কাছে, এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না, তবে আকাশমণ্ডল ও জমীনের জন্যে সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা; এটি তোমাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবেই, তারা এ প্রশ্নটি এমনভাবে জিজ্ঞেস করে যে, মনে হয় তুমি বুঝি বিষয়টি সম্পর্কে সবকিছু জানো, তাদের বলো, কেয়ামতের জ্ঞানত একমাত্র আল্লাহ তায়ালার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই (এ সত্যটুকু) জানেনা।
They ask you about the Hour, “When will it come?” Say, “Knowledge of it rests with my Lord. None can reveal its coming except He. It weighs heavily on the heavens and the earth. It will not come upon you except suddenly.” They ask you as if you are responsible for it. Say, “Knowledge of it rests with Allah,” but most people do not know.
উপরেরআয়াতে ‘ছাকুলাত’ শব্দের অর্থ হল ভারী হবে। আর আমরা জানি, ভারী হওয়া বা ওজন হওয়া মধ্যাকর্ষনের সাথে সম্পর্কিত। আবার অন্যদিকে, আপেক্ষিতার তত্ত্ব থেকে আমরা জানি, মহাকাশে সময়ের বক্রতাই হল মধ্যাকর্ষন। আমরা আরও জানি, ওয়ার্মহোল হল গুপ্তপথ যার মাধ্যমে হাজার বছরের পথ অতি অল্প সময়ে অতিক্রম করা যায়। একটি বদ্ধ করা বইয়ের একপাশ থেকে অন্যপাশে দুইভাবে যাওয়া যায়। একটি হল সরাসরি বইয়ের পাতা ভেদ করে। আর অন্যটি হল, সরাসরি ভেদ না করে ঘুরেও যাওয়া যায়। আর ওয়ার্মহোল হল মহাকাশের দীর্ঘ রাস্তা পাড়ি দেয়ার শর্টকাট রাস্তা। ওয়ার্মহোলের সম্পুর্ন ধারণাটিকে একটি বন্ধ থাকা বইয়ের সাথে তুলনা করা যায়। সুতরাং ওয়ার্মহোল হল সময়কে গুটিয়ে নেয়া, যেভাবে একটি বইকে গুটিয়ে নেয়া হয়, ঠিক তেমনি। নিচের চিত্রের মত,
এ সংক্রান্ত এইটি আয়াত কোরআনে (২১:১০৪) আছে।
١٠٤ يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ ۚ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ ۚ وَعْدًا عَلَيْنَا ۚ إِنَّا كُنَّا فَاعِلِينَ
অর্থঃ (এটা এমন একদিন) যেদিন আমি আসমানমুহকে গুটিয়ে নেব, ঠিক যেভাবে কেতাব সমূহ গুটিয়ে ফেলা হয়; যেভাবে আমি একদিন এ সৃষ্টির সুচনা করেছিলাম সেভাবেই আমি আবার এর পুনরাবৃত্তি ঘটাব, এটা (এমন এক) ওয়াদা, (যা) পালন করা আমার উপর জরুরী; আর এ কাজতো আমি করবোই।
On the day when We (Allah is one and only) will fold the heaven, like the folder compacts the books, and as We (Allah is one and only) originated the first creation We (Allah is one and only) shall return it; a promise (binding on Us); surely We (Allah is one and only) will deliver.
একটি বই যেভাবে বন্ধ করা হয় বা গুটিয়ে নেয়া হয়, আল্লাহ ঠিক সেইভাবে মহাকাশকে গুটিয়ে নেবেন যখন মহাবিশ্ব সংকোচন হবে।
একটি আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ মহাবিশ্ব সংকোচন করবেন মধ্যাকর্ষন দ্বারা এবং অন্য একটি আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ মহাবিশ্ব সংকোচন করবেন, যেভাবে একটি বইকে গুটিয়ে নেয়া হয় অর্থ্যাত, সময়কে গুটিয়ে নেয়ার মাধ্যমে, যেমনটি করে একটি বই গুটিয়ে নেয়া হয়। যেহেতু উভয় আয়াতই মহাবিশ্ব-সংকোচন বা একই বিষয় সম্পর্কে বলছে, সুতরাং বলা যায়, কোরআনে অনুযায়ী সময়ের বক্রতাই হল মধ্যাকর্ষন।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছে, তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন সময়ের বক্রতাই হল মধ্যাকর্ষন? তিনি কিএ বিষয়েরউপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।