ভয় (Fear)
১৪০০ বছর আগে কোন মানুষের এটা জানা ছিলনা যে ভয়ের সাথে আমাদের হৃৎপিণ্ডের একটা সম্পর্ক আছে। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, ভয় যেমন হৃৎপিণ্ডে অনুভূত হয় তেমনি ভয় আমাদের মস্তিষ্কতেও অনুভূত হয়।
আমাদের মস্তিষ্ক যখন কোন ভয়ের ঘটনার সম্মুখীন হয়ে পতিক্রিয়া প্রকাশ করে তখন আমাদের হৃৎপিণ্ড সেই প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। কোন বিষয়ে মস্তিষ্ক পতিক্রিয়া দেখাবে তার সাথে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের সম্পর্ক আছে। এই বিষয়গুলো আমরা এখন জানতে পারছি কিন্তু এ বিষয়ে আমাদের আজ থেকে প্রায় ১৪০০ শত বছর আগেই কোরআনে উল্লেখ করা হয়েছে।
سَنُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ بِمَا أَشْرَكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَأْوَاهُمُ النَّارُ وَبِئْسَ مَثْوَى الظَّالِمِينَ (151)
অর্থঃ অচিরেই আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব। কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরীক (বানিয়ে তাদের অনুসরণ করেছে), অথচ তাদের এ কাজের সপক্ষে আল্লাহ তায়ালা কোন দলিল প্রমাণ (তাদের কাছে) পাঠান নি, এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে (জাহান্নামের) আগুন, জালেমদের বাসস্থান (এই) জাহান্নাম কত নিকৃষ্ট!
We will through fear into the hearts of those who disbelieve, because they attribute to Allah partners for which He revealed no sanction. Their
Lodging is the Fire. Miserable is the lodging of evildoers.
উপরের আয়াত থেকে সহজেই অনুধাবন করা যায় যে, ভয়ের সাথে হৃৎপিণ্ডের সম্পর্ক আছে যা কোরআনে আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগেই উল্লেখ করা হয়েছে।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন ভয়ের সাথে হৃৎপিণ্ডের সম্পর্ক আছে? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।