ব্যক্তিত্বের উন্নয়ন (Capacity building)

Gesture

ব্যক্তিত্বের উন্নয়ন (Capacity building)

মানুষের কাছে কোন বিষয় সম্প্রচার করতে গেলে কিছু গুণাবলীর প্রয়োজন যা শ্রোতা ও দর্শককে আকৃষ্ট করে। এই গুণাবলী গুলোকে সাধারণত দুইভাগে ভাগ করা যায়। প্রথমত, মানুষের অভ্যন্তরীণ গুণাবলী। যেমন- বাচনভঙ্গি, শব্দের উচ্চারণ, কন্ঠস্বরের উত্থান ও পতন, কথা বলায় নির্লিপ্ততা, উপস্থিত বুদ্ধি ইত্যাদি। আর দ্বিতীয়ত, মানব শরীরের বাইরের গুণাবলী। যেমন- পোশাক, অঙ্গভঙ্গি, পরিবেশ, ভাল সাউন্ড সিস্টেম ইত্যাদি। আপনারা অনেকেই জেনে থাকবেন যে, মুসা (আঃ) এর মুখে  জড়তা ছিল। তিনি ঠিক মত কথা বলতে পারতেন না। কিন্তু যখন মুসা (আঃ) উপর আল্লাহর বাণী তার জাতির লোকেদের উপর প্রচারের দায়িত্ব পরল তখন তিনি যে দোয়া করলেন তা কোরআনের (২০:২৫-২৮) আয়াতে উল্লেখ করা হয়েছে।

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي (25) وَيَسِّرْ لِي أَمْرِي (26) وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي (27) يَفْقَهُوا قَوْلِي (28)

অর্থঃ সে বলল, হে আমার মালিক, তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আমার জিহবা থেকে আমারা জড়তা দূর করে দাও, যাতে করে ওরা আমার কথা ভাল করে বুঝতে পারে।

Prophet Moses (A.S) said, “My lord expand for me my chest (Remove my fears). And Make my task easy. And untie the knot from my tongue. So that, they may understand my speech”.

উপরের আয়াতে প্রথমে নবী তার বক্ষকে প্রশস্ত করে দিতে দোয়া করলেন। অর্থ্যাৎ, ভয় দূর করে দিতে বললেন। পরবর্তীতে জিহবা থেকে জড়তা দূর করার বা তোতলামি দূর করার দোয়া করলেন। কারণ জড়তা দূর না হলে বক্তব্য সুন্দর হয়না। আধুনিক কালে সংবাদ পাঠের আগে কিছু ট্রেনিং দেয়া হয় যাতে করে মনের ভয় এবং মুখের জড়তা দূরীভুত হয়। এই দুটিই মানুষের অভ্যন্তরীণ গুণাবলী যা শ্রোতা ও দর্শককে আকৃষ্ট করতে সাহায্য করে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি ঐ আমলে সংবাদ সম্প্রচারের উপর গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *