ফিবোনাচ্চি সিরিজ (Fibonacci Series)

Fibonacci

ফিবোনাচ্চি সিরিজ (Fibonacci Series)

ফিবোনাচ্চি সিরিজের কথা আপনারা অনেকেই শুনেছেন। এই সিরিজের পরপর দুইটি সংখ্যা যোগ করলে সিরিজের পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। সিরিজটি নিন্মরুপ,

0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144…

এই সিরিজের গাণিতিক সমীকরণ হল,

আবার, অন্যদিকে গোল্ডেন রেসিও এর সুত্র,                                                                                               এবং এই সুত্রে a =৫৫ এবং b = ৩৪ বসিয়ে পাই, গোল্ডেন রেসিও = 1.618

  1. এবার আমরা উপরের সিরিজ থেকে পরপর দুইটি সংখ্যা নিয়ে নিচের আয়াতগুলো গঠন করা যায়। (01:01),(01:02),(02:03),(03:05), (05:08), (08:13), (13:21), (21:34), (34:55), (55:89), (89:144)…
  2. এবার আমরা উপরের আয়াতগুলোতে আল্লাহর নাম খুঁজব এবং কোন আয়াতে কোন নাম কতবার পেয়েছি, সেই তথ্য লিপিবদ্ধ করব।
Sl Ayat No Name ALLAH is mentioned Name RAHMAN is mentioned Name RAHIM is mentioned Name RAB is mentioned Name KHABIR is mentioned Pronoun

“Rajaknakum”

Root is Rajjak

Pronoun
1 (01:01) 1 1 1
2 (01:02) 1 1
3 (02:03) 1
4 (03:05) 1 Alayhum-1
5 (05:08) 3 1
6 (08:13) 3
7 (13:21) 1 1
8 (21:34) Jaalna-1
(34:55) Just funished Just funished Just funished Just funished Just funished Just funished Just funished
(55:89) ………… ………… ………… ………… ………… …………… ……………
(89:144) ………… ………… ………… ………… ………… …………… ……………
Total ayat = 8 10 1 1 2 1 1 2

 

উপরের সারণীতে আল্লাহ নাম পাওয়া  যায় 10 বার।

10 times = 1 time in (01:01) + 1 time in (01:02) + 1 time in (03:05) + 3 times in (05:08) +             3 times in (08:13) + 1 time in (13:21) = 10 times

আল্লাহর বাকী নামগুলো উপরের 8 টি  আয়াতে মোট 6 বার পাওয়া যায়।

6 times = {1 time in (01:01), RAHMAN} + {1 time in (01:01), RAHIM} + {2 times in (01:02) and (13:21), RAB and RABBAKUM} + {1 time in (02:03), “Rajaknakum” where root is Rajjak}  +{1 time in (05:08), KHABIR}  = 6 times (excluding rootless pronoun Alayhum-1 & Jaalna-1)

এবার আমরা আল্লাহ নামের সাথে আল্লাহর অন্য নামগুলোর অনুপাত খুঁজব। আল্লাহর বাকী নামগুলো 5 বার বা 7 বার হলে উপরের গোল্ডেন রেসিও পাওয়া যেতনা। আর আমরা বাকী নামগুলো পেয়েছি 6 বার। ফলে 10/6 এর ভাগফল গোল্ডেন রেসিওর সমান হয়।

10/5 = 2.00, 10/6 = 1.66, 10/7 = 1.43

(আল্লাহ/আল্লাহর অন্য নাম) = 10/6 = 1.66 = 1.666 = 1.6 ≈ 1.6 = 1.618 = গোল্ডেন রেসিও

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন গনিতবিদ ছিলেন, যিনি ওহী বর্ননার সময় এত সতর্ক ছিলেন যে, কোরআনে তিনি ফিবোনাচ্চির অপুর্ব গানিতিক সম্পর্ক বজায় রেখেছেন, অথচ ইতিহাস বলে তিনি পড়তেও জানতেন না এবং লিখতেও জানতেন না? যেখানে একজন শিক্ষিত মানুষের পক্ষেই এরকম সূরা তৈরী সম্ভব নয় সেখানে আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে রাসুল (সঃ) কিভাবে এই কোরআনের সূরা রচনা করবেন অথচ তিনি লিখতেও জানতেন না এবং পড়তেও জানতেন না? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *