পরুষের ও নারীর যৌন উর্বরতা (Male and Female fertility)

Fertility

পরুষের ও নারীর যৌন উর্বরতা (Male and Female fertility)

আজ থেকে ১৪০০ বছর আগে কারও জানা ছিলনা যে, হাড়ের সাথে পরুষের ও নারীর যৌন উর্বরতার সম্পর্ক আছে। মানুষের হাড় থেকে নিঃসৃত হরমোন যৌন উর্বরতায় সহায়তা করে। পুরুষের কঙ্কাল কাঠামো যৌন প্রক্রিয়ায় প্রভাবকের মত সাহায্য করে। তাছাড়াও, অস্তিওক্যালসিন নামক একপ্রকার হরমোন পুরুষের হাড় থেকে নিঃসৃত হয় যার সাথে যৌন উর্বরতার সম্পর্ক রয়েছে। এ বিষয়ে কোরআনে (৮৬:৬-৭) প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়েছে।

خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ (6) يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ (7)

অর্থঃ বানানো হয়েছে সবেগে স্খলিত (একফোটা) পানি থেকে যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের মেরুদণ্ড(নারীর) বুকের (পাঁজরের) মাঝখান থেকে।

He was created from gushing water exiting from between the backbone and breastbones.

উপরের আয়াতে পিঠের মেরুদণ্ডের হাড়ের কথা উল্লেখ করা হয়েছে যা পুরুষের যৌন উর্বরতার সাথে সম্পর্কিত আর অন্যদিকে (নারীর) বুকের (পাঁজরের) কথা উল্লেখ করা হয়েছে যার উপর নারীর যৌন উর্বরতা নির্ভরশীল।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন হাড়ের সাথে পরুষের ও নারীর যৌন উর্বরতার সম্পর্ক আছে? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *