নবী ইব্রাহীমের দোয়া
সম্পুর্ন কোরআনে নবী ইব্রাহীম আল্লাহ তায়ালার কাছে মক্কা শহরের জন্য দুইবার দোয়া করেন। দোয়া দুইটি প্রায় একই। পার্থক্য খুবই সামান্য। অথচ এই সামান্য পার্থক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে মক্কা শহরের গঠন হওয়া। একটি দোয়া মক্কা শহর গঠনের আগে এবং অন্যটি দোয়া করা হয় মক্কা শহর গঠনের পরে। একবার দোয়া করা হয় সুরা ইব্রাহীমের (১৪:৩৫) নং আয়াতের অংশে এবং আরএকবার দোয়াটি করা হয় সুরা বাকারার (০২:১২৫) নং আয়াতের অংশে। আয়াতের অংশগুলো নিন্মে উল্লেখ করা হলঃ
সুরা বাকারার (০২:১২৫) নং আয়াতের অংশ নিন্মরুপঃ
رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آَمِنًا
অর্থঃ হে আমার মালিক, একে (শহরকে) শান্তিময় শহরে পরিণত কর।
নবী ইব্রাহীম আল্লাহ তায়ালার কাছে মক্কা শহরের জন্য উপরের দোয়া করেছিলেন মক্কা শহর গঠনেরও আগে। অর্থ্যাৎ, তাঁর দোয়ায় তিনি প্রথমে চেয়েছেন আল্লাহ যেন প্রথমে শহরটিকে মক্কা নামকরণ করে শহরটি গঠন করেন এবং তারপর তাকে শান্তিময় করেন। অর্থ্যাৎ, প্রথমে শহর বানান এবং তারপর তাকে শান্তিময় করুন।
অপরদিকে, সুরা ইব্রাহীমের (১৪:৩৫) নং আয়াতের অংশ নিন্মরুপঃ
رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آَمِنًا
অর্থঃ হে আমার মালিক, শহরটিকে শান্তিময় করুন।
নবী ইব্রাহীম আল্লাহ তায়ালার কাছে মক্কা শহরের জন্য উপরের দোয়া করেছিলেন মক্কা শহর গঠনের পর। অর্থ্যাৎ, মক্কা শহর গঠন হয়ে গেছে, এবার তাকে শান্তিময় করুন। অর্থ্যাৎ, শহর ইতিমধ্যে বানান হয়ে গেছে এবার তাকে শান্তিময় করুন।