দুর্নীতি ও ওজনে কম দেয়া (Corruption)
দুর্নীতি একটি সংক্রামক ব্যধি। এর একটি অন্যটির সাথে সম্পর্কযুক্ত। দুর্নীতির প্রভাব অর্থনৈতিক ক্ষেত্রে সব থেকে বেশি পরিলক্ষিত হয়। ওজনে কম দেয়া এর মধ্যে একটি। অসৎ বিক্রেতা সুযোগ পেলেই ওজনে কম দেয়। পণ্যে ভেজাল মিশিয়ে ওজন বৃদ্ধি করে। উন্নত মানের পণ্যের সঙ্গে সাধারণ মানের পণ্য মিলিয়ে একই রকম পন্য বলে বিক্রি করে। এসবই ওজনে কম দেয়ার শামিল। বাজারে শক্ত মনিটরিং ব্যবস্থা না থাকলে বিক্রেতারা এইধরনরে ছল-চাতুরীর আশ্রয় নেয়। আর প্রশাসন যদি নিয়ম বহির্ভুত উপায়ে বিক্রেতাদের থেকে ঘুষ গ্রহণ করে, তাহলে বিক্রেতাদের পণ্যে ভেজাল বা ওজনে কম দেয়ার সাহস আরও বেড়ে যায়। ফলে বিক্রেতাদের পণ্যে ভেজাল বা ওজনে কম দেয়ার অন্যায় আরও বেড়ে যায় এবং তারা অকারণে পণ্যের দাম বাড়িয়ে দেয়। সাধারণত আমরা জানি, চাহিদা বাড়লে দাম বাড়ে আর চাহিদা কমলে দাম কমে। আবার অন্যদিকে যোগান বাড়লে দাম কমে আর যোগান কমলে দাম বাড়ে। কিন্তু মনিটরিং ব্যবস্থা দুর্নীতি গ্রস্থ হয়ে পড়লে উপরের সুত্রগুলো অকার্যকর হয়ে পরে। লোভে পরে বিক্রেতা ওজনে কম দেয় এবং মজুদকারীরা কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। ফলে ইনফ্লেশন বা মুল্যস্ফীতি হয়। আর মুল্যস্ফীতির কারণে একটি দেশের মুদ্রার মানের অবমূল্যায়ন ঘটে। কোরআনে ওজনে কম দেয়া বিষয়ে (৭:৮৫) আয়াত আছে,
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (85)
অর্থঃ… অতপর তোমরা (সে মোতাবেক) ঠিক ঠিক পরিমাপ ও ওজন কর, মানুষদের (দেয়ার সময়) কখনও (কম দিয়ে তাদের) ক্ষতিগ্রস্থ করো না…
So, fulfill the measure and weight and do not deprive people of their due.
উপরের আয়াতে আপাত দৃষ্টিতে ওজনে কম দেয়া কোন গুরুতর অপরাধ মনে নাও হতে পারে। কিন্তু, বাজারে এই অপরাধ অনেক বিস্তর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।