জান্নাত ও জাহান্নাম
- আল বুখারীর (৩২৫৭) হাদীস অনুযায়ী জান্নাতের ৮ টি দরজা। আবার, জান্নাতের রং হল সবুজ। অবাক হবার বিষয় হল কোরআনে সবুজ রংয়ের কথাও উল্লেখ করা হয়েছে ৮ বার।
- আবার, অন্যদিকে, জাহান্নামের ৭ টি দরজা এবং জাহান্নামের রং হল কালো। আর কোরআনেও কালো রংয়ের কথা ৭ বার উল্লেখ করা হয়েছে।
- জান্নাতের দরজা ৮ টি আর জাহান্নামের দরজা ৭ টি। মোট দরজা ৮+৭=১৫ টি। আর কোরআনে ‘দরজা’ শব্দটিও এসেছে মোট ১৫ বার।
- কোরআনে যে আয়াতগুলোতে ‘দরজা’ শব্দটি উল্লেখ করা হয়েছে সেই আয়াতগুলো নিন্মরুপঃ
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
২:১৮৯ | ৬:৪৪ | ৭:৪০ | ১২:২৩ | ১২:৬৭ | ১৫:৪৪ | ১৬:২৯ | ৩৮:৫০ | ৩৯:৭১ | ৩৯:৭২ | ৩৯:৭৩ | ৪০:৭৬ | ৪৩:৩৪ | ৫৪:১১ | ৭৮:১৯ |
উপরের তালিকায় আয়াতগুলোতে ধারাবাহিক ভাবে আছে। অবাক হবার বিষয় হল ৭ম আয়াত (১৬:২৯) এ জাহান্নামের কথা উল্লেখ করা আছে যেন তা মনে করিয়ে দিচ্ছে জাহান্নামের সংখ্যা ৭ টি। আর ৮ম আয়াত (৩৮:৫০) এ জান্নাতের কথা উল্লেখ করা আছে যেন তা মনে করিয়ে দিচ্ছে জান্নাতের সংখ্যা ৮ টি।