জান্নাত ও জাহান্নাম

Heaven and Hell

জান্নাত ও জাহান্নাম

  1. আল বুখারীর (৩২৫৭) হাদীস অনুযায়ী জান্নাতের ৮ টি দরজা। আবার, জান্নাতের রং হল সবুজ। অবাক হবার বিষয় হল কোরআনে সবুজ রংয়ের কথাও উল্লেখ করা হয়েছে ৮ বার।
  2. আবার, অন্যদিকে, জাহান্নামের ৭ টি দরজা এবং জাহান্নামের রং হল কালো। আর কোরআনেও কালো রংয়ের কথা ৭ বার উল্লেখ করা হয়েছে।
  3. জান্নাতের দরজা ৮ টি আর জাহান্নামের দরজা ৭ টি। মোট দরজা ৮+৭=১৫ টি। আর কোরআনে ‘দরজা’ শব্দটিও এসেছে মোট ১৫ বার।
  4. কোরআনে যে আয়াতগুলোতে ‘দরজা’ শব্দটি উল্লেখ করা হয়েছে সেই আয়াতগুলো নিন্মরুপঃ
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
:১৮৯ :৪৪ :৪০ ১২:২৩ ১২:৬৭ ১৫:৪৪ ১৬:২৯ ৩৮:৫০ ৩৯:৭১ ৩৯:৭২ ৩৯:৭৩ ৪০:৭৬ ৪৩:৩৪ ৫৪:১১ ৭৮:১৯

 

উপরের তালিকায় আয়াতগুলোতে ধারাবাহিক ভাবে আছে। অবাক হবার বিষয় হল ৭ম আয়াত (১৬:২৯) এ জাহান্নামের কথা উল্লেখ করা আছে যেন তা মনে করিয়ে দিচ্ছে জাহান্নামের সংখ্যা ৭ টি। আর ৮ম আয়াত (৩৮:৫০) এ জান্নাতের কথা উল্লেখ করা আছে যেন তা মনে করিয়ে দিচ্ছে জান্নাতের সংখ্যা ৮ টি।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন গনিতবিদ ছিলেন, যিনি ওহী বর্ননার সময় এত সতর্ক ছিলেন যে, জান্নাত ও জাহান্নামের সাথে ৮ এবং ৭ এর অপুর্ব গানিতিক সম্পর্ক বজায় রেখেছেন, অথচ ইতিহাস বলে তিনি পড়তেও জানতেন না এবং লিখতেও জানতেন না? যেখানে একজন শিক্ষিত মানুষের পক্ষেই এরকম সূরা তৈরী সম্ভব নয় সেখানে আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে রাসুল (সঃ) কিভাবে এই কোরআনের সূরা রচনা করবেন অথচ তিনি লিখতেও জানতেন না এবং পড়তেও জানতেন না? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *