দুরত্ব (Distance)

Distance

দুরত্ব (Distance)

দুরত্ব পরিমাপের জন্য আমরা হাত, কিলোমিটার বা মাইল পদ্ধতি ব্যবহার করি। কোরআনের বিভিন্ন আয়াতের সংখ্যার সাথে দূরত্ব নির্নয়ের এইসব পদ্ধতির মিল পাওয়া যায়। হযরত মুহাম্মদ (সঃ) এর যুগে সথিকভাবে দুরবর্তী দুইটি স্থানের দুরত্ব নির্নয়ের কোন আধুনিক যন্ত্র ছিলনা। এখন যেমন স্যাটেলাইট বা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে আমরা ঘরে বসেই পৃথিবীর যে কোন দুইটি স্থানের দুরত্ব নির্নয় করতে পারি। চলুন আমরা কোরআনের (৬৯:৩২) আয়াতটির দিকে লক্ষ্য করি।

ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ (32)

অর্থঃ এবং তাকে সত্তর হাত শেকল দিয়ে বেঁধে ফেল।

Then in a chain which length is seventy cubits tie him up.

আয়াতটির রেফারেন্সের দিকে লক্ষ্য করুন। আয়াতটি হল (৬৯:৩২)। আমরা জানি,

গজ= ০.৪৫ মিটার

৬৯ গজ = (০.৪৫ X ৬৯) = ৩১.০৫ মিটার

ভগ্নাংশের দূর করলে,     ৭০ গজ = ৩২ মিটার প্রায়

৬৯ বা ৭০ কাছাকাছি দুইটি সংখ্যা।ভগ্নাংশ পরিহার করতে চাইলে পাওয়া যায়, ৬৯ গজ = ৩২মিটার প্রায়, যা আয়াতটির রেফারেন্স (৬৯:৩২) নম্বরের সাথে মিলে যায়।এবং আয়াতটিতে ৭০ গজ (৭০ বা ৬৯ কাছাকাছি সংখ্যা) শিকলের কথাও বলা হয়েছে। সত্যিই অবাক হবার মত ঘটনা।

এবার চলুন আর একটি বিষয়ের উপর লক্ষ্য করি। হাদীদ শব্দের অর্থ লোহা। সুরা হাদিদের (৫৭:২৫) তম আয়াতে হাদীদ বা লোহার কথা উল্লেখ আছে। কোরআনের শুরু থেকে এই আয়াত পর্যন্ত ৫১০০ টি আয়াত আছে। আর আধুনিক বিজ্ঞান বলছে, পৃথিবীর উপরিভাগ থেকে প্রায় ৫১০০ কিলোমিটার নিচের দিকে গেলে শক্ত লোহার স্তর পাওয়া যাবে।

এবার আরও একটি বিষয়ের দিকে লক্ষ্য করা যাক। কোরআনে (০৯:২৮) তম আয়াতে কাবা ঘরের কথা বলা হয়েছে এবং (১৭:০১) তম আয়াতে আল আকসা মসজিদের কথা উল্লেখ করা হয়েছে। কোরআনে (০৯:২৮) তম এবং (১৭:০১) তম আয়াতের মধ্যে মোট ৭৬৭ টি আয়াত আছে। আবার অন্যদিকে, গুগল আর্থের মত সফটওয়ার ব্যবহার করে এখন আমরা ঘরে বসেই কাবা এবং আল আকসা মসজিদের দুরুত্ব নির্নয় করতে পারি।

কাবা ঘরের অবস্থান, ২১.৪২২৫° N, ৩৯.৮২৬২° E

আল আকসা মসজিদের অবস্থান, ৩১.৭৭৬১° N, ৩৫.২৩৫৮° E

কোন ম্যাপে দুইটি স্থানের আবস্থান জানা গেলে ঐ দুইটি স্থানের দুরত্বও নির্নয় করা যায়। এই পদ্ধতিতেও কাবা এবং আল আকসা মসজিদের দুরত্ব আসে ৭৬৭ মাইল (প্রায়)। যা কোরআনে অবস্থিত (০৯:২৮) তম আয়াত (কাবা) এবং (১৭:০১) তম আয়াতের (আল আকসা মসজিদের) মধ্যবর্তী মোট ৭৬৭ টি আয়াত সংখ্যার সাথে মিলে যায়। সত্যি অবাক হবার মত বিষয়।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কিভাবে আমলে মাপলেন এই দুরত্বগুলো? তিনি কি প্রথমে অংক করেছেন এবং তারপর এ বিষয়ের উপর গবেষণা করে এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *