সাগর উত্তাল হয় অগ্নুৎপাতে (Steam Explosion)
আগের দিনে মানুষ ভাবত কেবল আগ্নেয়গীরি থেকেই অগ্নুৎপাত বা লাভা বের হয়ে আসে। কিন্তু এখন আমরা জানি সাগরের নিচে থকেও লাভা বেরিয়ে আসতে পারে। আর যে অংশ দিয়ে প্রচণ্ড গরম এবং উত্তপ্ত লাভা বেরিয়ে আসে, সে অংশে লাভা যখনই পানির সংস্পর্শে আসে তখনি তার উপরের অংশের পানি উত্তপ্ত হয় উঠে এবং প্রচুর বাষ্প উৎপন্ন হয়। আশেপাশের পানিও উত্তাল হয়ে উঠে।
এ বিষয়ে কোরআনে (৮২:০৩) উল্লেখ করা হয়েছে,
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ (3)
অর্থঃ যখন সাগরকে উত্তাল করে তোলা হবে।
If the seas were exploded.
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে মরুভুমিতে থেকেও জানলেন সাগরের পানি উত্তাল হয় গলিত লাভা বেরিয়ে আসলে? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।