পাহাড়ের উপরে বৃষ্টি বেশি হয় (Orographic Effect)

Orographic Effect

পাহাড়ের উপরে বৃষ্টি বেশি হয় (Orographic Effect)

উঁচু উঁচু পাহাড় এবং পর্বতগুলো বাতাসের স্বাভাবিক বয়ে যাওয়াকে বাধাগ্রস্থ করে। বাতাস পাহাড়ের গায়ে বাঁধা পেয়ে পাহাড়ের গা ঘেঁষে উপরের দিকে যেতে শুরু করে। আর এ কারণেই পাহাড়ের নিচের থকে যতই উপরের দিকে যাওয়া হয় ততই তাপমাত্রা কমতে থাকে। আর তখনই বাতাসের জলীয় বাস্পগুলো ঐ ঠাণ্ডা আবহাওয়ায় এসে ঘনীভূত হয়ে মেঘে রূপান্তরিত হয়।

উঁচু উঁচু পাহাড় এবং পর্বতগুলোর নিচ থেকে যতই উপরের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা কমতে থাকে। আর একারনেই পর্বতগুলোর উপরের দিকে বরফ জমে থাকে। তাছাড়া পর্বতগুলোর নিচের অঞ্চল অপেক্ষা উপরের দিকে বেশি বৃষ্টিপাত হয়। আর যদি বৃষ্টিপাত না হয়, তবুও সেখানে বাতাসে প্রচুর জলীয়বাস্প থাকে, যা শিশির হয়ে পাহাড়ের উপর নেমে আসে। অর্থ্যাৎ, পর্বতের উঁচু অংশে প্রচুর বৃষ্টিপাত হয় আর নিচের দিকে বৃষ্টি কম হলেও বাতাসের জলীয়বাষ্প শিশির হয়ে নেমে আসে। তাছাড়া শীতপ্রধান দেশগুলোতে পর্বতের পাশের এলাকাগুলোতে গ্রীষ্মকালে বজ্রপাত সহ বৃষ্টিহয় আর শীতকালে প্রচুর তুষারপাত হয়। পর্বতের উঁচু এলাকায় বেশি বৃষ্টি হয় আর নিচু এলাকায় শিশির হওয়া প্রসঙ্গে কোরআনে (০২:২৬৫) উল্লেখ করা হয়েছে।

وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآَتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (265)

অর্থঃ অপরদিকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজেদের মানসিক অবস্থা আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরন হচ্ছে, যেন তা কোন উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সুসজ্জিত ফসলের বাগান, যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমান দ্বিগুন বৃদ্ধি পায়, আর প্রবল বৃষ্টিপাত না হলেও শিশির বিন্দুগুলোই ফসলের জন্য যথেষ্ট হয়, আল্লাহ ভাল করেই পর্যবেক্ষেন করেন তোমরা কে কি কাজ কর।

And the parable of those who spend their wealth seeking Allah’s approval, and to strengthen their souls, is that of a garden on a high ground, if heavy rain falls on it its produce is doubled and if no heavy rain falls then dew. Allah is seeing of everything you do.

উপরের আয়াতেরাবুয়াঅর্থ উঁচুভূমি। উঁচু এলাকায় বৃষ্টি হয় এবং অপেক্ষাকৃত নিচু এলাকায় শিশির পরে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি ছিলেন মরুভূমি এলাকায় এবং তিনি ছিলেন নিরক্ষর ব্যক্তি, তাহলে তিনি কিভাবে জানলেন বড় বড় পাহাড় এবং পর্বতগুলোতে কি হয়? তিনি কিএ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *