চোখের তারা (Eye Pupil)
মানুষ যখন মিথ্যা বলে তখন তার চোখের তারা বড় ও প্রশস্ত হয়ে যায়। মানুষ তার চোখের তারা নিয়ন্ত্রণ করতে পারেনা। মিথ্যা বলার সময় মানুষ উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্থ হয়ে যায়, এই ভয়ে যে, কখন সত্য প্রকাশ পেয়ে যায়। এই দুশ্চিন্তা অবচেতনভাবে চোখের তারাকে বড় করে দেয়। মানুষ হয়ত মিথ্যা বলে তারপর তার শারীরিক অঙ্গভঙ্গি এমন করে রাখতে পারে, যেন মিথ্যা প্রকাশ না পায় এবং কেউ তার মিথ্যা বলা ধরতে না পারে। কিন্তু, মিথ্যা বললে মানুষের চোখের তারা আপনাআপনি ভাবেই বড় হয়ে যায়। এবং তখন প্রশ্ন করা হলে সে নিজের অজান্তেই ঢোক গিলে ফেলে। তখন মিথ্যাবাদীরা তাদের চোখের তারাকে আর নিয়ন্ত্রন করতে পারেনা। কোরআনে (৪০:১৯) এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।
١٩ يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ
অর্থঃ তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।
He knows the betrayal of the eyes, and what the hearts conceal.
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন চোখের খেয়ানত সম্পর্কে অর্থ্যাৎ মিথ্যা বললে চোখের তারা বড় হয়ে যায়? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।