চোখের ছানি রোগ (Cataracts)

Cataracts

চোখের ছানি রোগ (Cataracts)

আমাদের চোখেও ক্যামেরার মত লেন্স থাকে। এই লেন্সের উপর অনেক সময় সাদা একধরণের পর্দা পরে। চোখের এই অসুখের নাম ‘ছানি’ রোগ। চোখে ছানি পরলে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। চোখে ছানি রোগ একদিনে হয়না। ধীরে ধীরে এই রোগ হয়। ছানি যে কোন এক চোখ বা উভয় চোখে হতে পারে। ছানি পরলে চোখে রংগুলো দেখতে ম্লান লাগে, দৃষ্টি ঝাপসা হয়ে যায়, অনেক সময় একটি বস্তুকে দুইটি দেখায়, আবার অনেক সময় উজ্জ্বল আলোতে তাকিয়ে থাকতে কষ্ট হয় এবং রাতে দেখতে কষ্ট হয় ইত্যাদি সমস্যা দেখা যায়। চোখের ছানি রোগের কারণে গাড়ি চালাতে, বই পড়তে এবং মানুষের চেহারা চিনতে সমস্যা হওয়া ছাড়াও দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজেই সমস্যা হয়। আর এজন্যই এ রোগে আক্রান্ত ব্যক্তি হতাশ হয়ে পরে। বয়স বেশি হলে সাধারণত চোখে ছানি পরে এবং ছানি পরার কারণে সব কাজেই সমস্যা হয়। আর এ জন্যই বৃদ্ধরা ছানি পরলে হতাশ হয়ে পরে। বৃদ্ধ বয়সে চোখে ছানি পরার সাথে যে মানসিক হতাশার সম্পর্ক রয়েছে, এ বিষয়ে কোরআনে (১২:৮৪) উল্লেখ করা হয়েছে ইউসুফ নবীর ঘটনায়।

وَتَوَلَّى عَنْهُمْ وَقَالَ يَا أَسَفَى عَلَى يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ (84)

অর্থঃ সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, এবং (নিজে নিজে বলল,) হায় ইউসুফ! (তুমি এখন কোথায়)! শোকের কারণে কাদতে কাদতে তার চোখ সাদা হয়ে গেছে, সে নিজেও ছিল মনকষ্টে দারুনভাবে ক্লিষ্ট!

Then he turned away from them, and said, “My bitterness for Joseph.” And his eyes turned white from sorrow, and he became depressed.

ইউসুফ নবীর পিতার চোখ যখন সাদা হয়ে গেল তখন তিনি ছিলেন একজন বৃদ্ধ। এবং বৃদ্ধ বয়সে তিনি পুত্রের শোকে হতাশও হয়ে গিয়েছিলেন। কোরআন ঠিকই বলছে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন ছানি পরে চোখ সাদা হবার সাথে হতাশা জনিত মানসিক রোগের সম্পর্ক আছে? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *