গাছের পাতার রঙ পরিবর্তন (Plant Stress):
আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে রাসুল (সঃ) এর যুগে মানুষ জানত না পানির অভাবে গাছের কি কি ক্ষতি হয়। সে সময় এখনকার মত সার বা কীটনাশক ও আবিষ্কার হয়নি। অথচ অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারণে যে গাছের পাতার রঙ পরিবর্তন হয়, তা কোরআনে পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে। গাছের পাতার রঙ হলুদ হওয়ার লক্ষণ দেখলেই বুঝতে হবে যে গাছের কোন সমস্যা হয়েছে। তারপর হলুদ পাতা ধীরে ধীরে ধুসর হতে থাকে। অনাবৃষ্টির কারণে গাছের পাতা কখনও হলুদ হয়ে যায়, কখন বা পাতা ঝলসে যায়, আবার ধূসর হয়ে যায় অথবা অনেক সময় পাতা পড়ে যায়। পাতার উপর পানির প্রভাব সম্পর্কে কোরআনে (৩৯:২১) উল্লেখ করা হয়েছে,`
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُخْتَلِفًا أَلْوَانُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَجْعَلُهُ حُطَامًا إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ (21)
অর্থঃ (হে মানুষ), তুমি কি কখনও এটা পর্যবেক্ষণ করোনি যে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তিনিই তা যমীনের প্রস্রবনগুলোতে প্রবেশ করান, পরে তিনিই (আবার) তা দিয়ে (যমীন থেকে) রঙবেরঙয়ের ফসল বের করে আনেন, কিছুদিন পর তা আবার শুকিয়েও যায়, ফলে তোমরা তাকে পীত (হলুদ) বর্ণের (ফসল হিসেবে) দেখতে পাও, অতপর তিনিই তাকে আবার খড়কুটায় পরিণত করেন, অবশ্যই (এ নিয়মের মধ্যে)জ্ঞানবানদের জন্য (বড় রকমের) উপদেশ রয়েছে।
Have you not considered how Allah sends down water from the sky, then He makes it flow into underground wells, then He produces with it plants of various colors, then they wither and you see them yellowing, then He turns them into debris? Surely in this is a reminder for those with understanding.
শুধু পানির কারণেই নয় বরং বাতাসের কারনেও পাতা হলুদ হতে পারে আর এ বিষয়ে কোরআনের অন্য একটি আয়াতে (৩০:৫১) উল্লেখ করা হয়েছে।
وَمِنْ آَيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآَيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (21)
অর্থঃ যদি আমি কখনও এমন বায়ু পাঠাতে শুরু করি, (যার ফলে) মানুষ ফসলকে হলুদ রঙয়ের দেখতে পায়, তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে।
But if We (Allah is one and only) send a wind, and they see it turning things yellow, they would continue thereafter to disbelieve.
গাছের পাতায় পানি থাকে। বাতাসের কারণে সেই পাতায় অনেক সময় বাস্পীভবনের হার বেড়ে যায়। অর্থ্যাৎ, পাতার পানি দ্রুত বাষ্পে পরিণত হয় এবং পাতা পানিশূন্য হয়ে হলুদ রঙে পরিণত হয়।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন পানি এবং বাতাস উভয়ের কারণেই পাতা হলুদ হতে পারে? তিনি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।