আকাশ থেকে খাড়া নিচের দিকে প্রবাহমান বাতাস (Microburst)

Downbrust

আকাশ থেকে খাড়া নিচের দিকে প্রবাহমান বাতাস (Microburst)

আমরা সাধারণত ভুমির সাথে সমান্তরালে বয়ে চলা বাতাসের সাথে পরিচিত। কিন্তু, এমন এক ধরনের বাতাস আছে, যা আকাশ থেকে খাড়া নিচের দিকে প্রবাহিত হয়ে আসে। আর এ ধরনের বাতাসকে মাইক্রোব্রাস্ট বলে। প্লেন বা উরোজাহাজের অবতরনের সময় এই ধরনের মাইক্রোব্রাস্টের কারনে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বিমান চালকদের বিশেষভাবে প্রশিক্ষন দেয়া হয়। বজ্রপাত সহ ঝড় বা বৃষ্টির সময় এই ধরনের মাইক্রোব্রাস্ট সৃষ্টি হয়। মাইক্রোব্রাস্ট সাধারণত দুই ধরনের হয়। আদ্র মাইক্রোব্রাস্ট এবং শুষ্ক মাইক্রোব্রাস্ট। টর্নেডো হল এমন একধরনের ঝড় যেখানে বাতাস মাটি থেকে আকাশের দিকে যায়। আর মাইক্রোবাস্ট হল তার উল্টো। মাইক্রোবাস্টের সময় বাতাস আকাশ থেকে খাড়া নিচের দিকে আসে এবং ভুমিতে এসে চারিদিকে ছড়িয়ে পরে।

এ বিষয়ে কোরআনে (২২:৩১) উল্লেখ করা হয়েছে।

٣١  حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ ۚ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ

অর্থঃ আল্লাহ তায়ালার প্রতি নিষ্ঠাবান হও এবং তার সাথে কাউকে শরী্ক করোনা; আর যে ব্যক্তি আল্লাহ তায়ালার সাথে (অন্য কাউকে) শরীক করে, তার অবস্থা হচ্ছে, সে যেন আসমান থেকে ছিটকে পরল, অতপর মাঝপথেই কোন পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা (আসমান থেকে জমীনে পরার আগেই) বাতাস তাকে নিয়ে দুরের কোন (অজ্ঞাতনামা) স্থানে ফেলে দিল

Being true to Allah, without associating anything with Him. Whoever associates anything with Allah it is as though he has fallen from the sky, and was snatched by the birds, or was taken down by the wind to a deep place.

উপরের আয়াতে যে বাতাসের কথা বলা হয়েছে তা নিন্মমুখী বাতাস অর্থ্যাত মাইক্রোব্রাস্ট।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কিভাবে জানলেন যে, বাতাস স্বাভাবিকভাবে ভুমির সমান্তরালে প্রবাহিত হয় কিন্তু এমন বাতাসও আছে যা আকাশ থেকে খাড়া নিচের দিকেও প্রবাহিত হয়? তিনি কি এ বিষয়ে গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *