সাগরের নিচে গরম পানির উপস্থিতি (Hydrothermal Vents)
সাগরের পানি ঠাণ্ডা। সাগরের পানি কি কখনও গরম হতে পারে? অথবা সাগরে কি কখনও আগুন ধরে যেতে পারে? আগ্নেয়গীরি থেকে যেমন মাঝে মাঝে অগ্নুৎপাতের ফলে লাভা বেরিয়ে আসে, ঠিক তেমনি সাগরের নিচেও মাঝে মাঝে ফাটল দিয়ে লাভা বের হয়ে আসে। তখন পানি উত্তপ্ত হয় এবং উপরের দিকে স্রোত আকারে উঠে আসে। সাগরের নিচে এসকল গরম পানির স্রোতে প্রায় ৪০০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পাওয়া গেছে। কোরআনে (৮১:৬) এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।
٦ وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
অর্থঃ যখন সাগরসমুহকে (আগুন দ্বারা) প্রজ্জলিত করা হবে।
And if the oceans were heated.
উপরের আয়াতে ‘সুজ্জিরাত’ শব্দের অর্থ হল উত্তপ্ত। আগের দিনে মানুষ বুঝতে পারতনা সাগরসমুহকে কিভাবে আগুন দ্বারা প্রজ্জলিত করা হবে। কিন্তু এখন আমরা জানতে পারি, সাগরের নিচে গরম পানির উপস্থিতি আছে। আর এথেকেই ধারণা করতে সহজ হয় যে ঠিকই একদিন সাগরসমুহকে আগুন দ্বারা প্রজ্জলিত করা হবে।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে ধারণা করেছিলেন সাগরেও আগুন লাগতে পারে যা ঐ আমলে ধারনা করা ছিল সম্পুর্ন অবাস্তব? তবে বর্তমানে সাগরের নিচে গরম পানির উপস্থিতি আছে জানতে পেরে সাগরে আগুন লাগার ব্যাপারে ধারণা করা সহজ হয়েছে। তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।