সাগরের অভ্যন্তরীণ ঢেউ (Internal Waves)
সাগরের উপরিভাগে আমরা ঢেউ দেখতে পাই। কিন্তু সাগরের উপরে যেমন ঢেউ আছে তেমনি সাগরের মাঝে এবং নিচেও ঢেউ আছে। সাগরের উপরের ঢেউগুলো যেমন দ্রুত এবং ঘনঘন দেখা যায়। কিন্তু সাগরের নিচের ঢেউগুলো তুলনামুলক কম গতি সম্পন্ন এবং কম ঘন ঘন। সাগরের নিচের ঢেউগুলোর তরঙ্গ দৈর্ঘ বড় বড় হয়। ১০০ মিটার থেকে ১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে । সাগরের উপরের ঢেউ যেমন সহজে অনুভব করা যায়, সাগরের নিচের ঢেউ তেমনি সহজে অনুভব করা যায় না।
কোরআনে (২৪:৪০) সাগরের অভ্যন্তরীণ ঢেউ সম্পর্কে উল্লেখ করা হয়েছে আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে যখন সাগরের অত গভীরে কেউ যেতে পারেনি সেই ঢেউ পরীক্ষা করে দেখার জন্যে।
٤٠ أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِنْ فَوْقِهِ مَوْجٌ مِنْ فَوْقِهِ سَحَابٌ ۚ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا ۗ وَمَنْ لَمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِنْ نُورٍ
অর্থঃ কিংবা (তাদের কর্মকান্ডের উদাহরণ হচ্ছে) অতল সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মত, অতপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে (আরও অন্ধকার করে) দিল, তার উপর আরও একটি ঢেউ (এলো), তার উপর (ছেয়ে গেল কিছু) ঘন কালো মেঘ; এক অন্ধকারের উপর এলো আরেক অন্ধকার, যদি কেউ (এ অবস্থায়) তার হাত বের করে, আঁধারের কারণে তার তা দেখার কোন সম্ভাবনা থাকবেনা; বস্তুত আল্লাহ তায়ালা যার জন্য কোন আলো বানাননি তার জন্যে তো (কোথাও থেকে) আলো থাকবেনা।
Or like the depths of darkness in a vast deep ocean, overwhelmed with waves topped by waves, topped by clouds: depths of darkness, one above another: if a man stretches out his hand, he will not see it! If Allah does not give light to a person he will not have light!
উপরের আয়াতে বলা হয়েছে ‘ঢেউ এর উপর ঢেউ, তার উপর মেঘ’। এখানে ‘ঢেউ এর উপর ঢেউ’ বলতে সাগরের নিচ থেকে উপরের দিকে ইঙ্গিত করা হচ্ছে। নিচের ঢেউ ই হল অভ্যন্তরীণ ঢেউ। গভীর সমুদ্রে আপনি হাত বের করলে নিজের হাত নিজেই দেখতে পারবেন না। কারণ উপরের ঢেউগুলো অন্ধকার সৃষ্টি করে এবং যতই আপনি সাগরের নিচের দিকে যাবেন, ততই আলো কমতে হবে।এবং একসময় তা সম্পুর্ন অন্ধকার হয়ে যাবে। কোরআনে আল্লাহ যথার্থই বলেছেন।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন সাগরের অভ্যন্তরীন ঢেউ আছে এবং সাগরের নিচে অন্ধকার? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।