সময়ের দৈর্ঘবৃদ্ধি (Times getting longer)

Day night

সময়ের দৈর্ঘবৃদ্ধি (Times getting longer)

পদার্থ বিজ্ঞানের আপেক্ষিকতা বিষয়টি থেকে আমরা জানতে পারি যে, সময় সবখানে এক রকম নয়, এক এক জায়গায় এক এক রকম।চাঁদের সাপেক্ষে এক বছরে ৩৫৪ দিন। কিন্তুসুর্যের সাপেক্ষে এক বছরে ৩৬৫ দিন। সুর্যের সাপেক্ষে পৃথিবীর নিজ অক্ষের উপর একবার ঘুরতে সময় লাগে ২৪ ঘণ্টা। কিন্তু অন্যান্য দুরবর্তী নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর একবার ঘুরতে সময় লাগে ২৩ ঘণ্টা, ৫৬ মিনিট, চার সেকেন্ড। তাছাড়া মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি একটি আর একটি থেকে খুবই ধীর গতিতে একটি আর একটি থেকে দূরে সরে যাচ্ছে। আর এ জন্যই মহাবিশ্ব সম্প্রসারনশীল। সময়েরসাথেসাথেপৃথিবীর এই ঘুর্ণন গতি কমে যাচ্ছে। তবে এ পরিবর্তন এতই ধীরে ঘটে যে তা সেকেন্ডেও মাপা যায়না। সেকেন্ডের চেয়েও ছোট মিলিসেকেন্ড সময়ে তা মাপতে হয়। অর্থ্যাৎ, এখন থেকে একশ বছর অতীতের একটি দিন বর্তমান একটি দিন থেকে ছোট ছিল।কারন ঐ সময় পৃথিবীর ঘূর্ণন গতি বেশি ছিল। আধুনিক শক্তিশালী সময় মাপার যন্ত্র দিয়ে এক হিসেবে দেখা গেছে বর্তমানের একটি দিন আজ থেকে একশ বছর আগের একটি দিন থেকে প্রায় ১.৭ মিলিসেকেন্ড ছোট ছিল। অর্থ্যাৎ পৃথিবীর ঘুর্ণন প্রক্রিয়া সময়ের সাথে সাথে কমে যাচ্ছে।ফলে দিন বড় হচ্ছে। একশ বছর আগের একটি দিন আজকের একটি দিন থেকে ছোট ছিল। কোরআনে (০৭:৫৪) পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছেযে, দিন দিন পৃথিবীতে সময়েরদৈর্ঘবৃদ্ধি পাচ্ছে।

٥٤  إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ

অর্থঃঅবশ্যই তোমাদের মালিক আল্লাহ, যিনি ছয়দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হন। তিনি রাতের পর্দাকে দিনের উপর ছেয়ে দেন, দ্রুত গতিতে তা একে অন্যকে অনুসরন করে, তিনিই সৃষ্টি করেছেন সুরুজ, চাঁদ ও তারা সমূহ, মূলত এর সব কয়টিকেই আল্লাহর বিধানের অধীন করে রাখা হয়েছে; জেনে রেখো সৃষ্টি যেহেতু তার, সুতরাং এসবের উপর ক্ষমতাও চলবে একমাত্র তাঁর, সৃষ্টিকুলের মালিক আল্লাহ অত্যন্ত দয়ালু ও বরকতময়।

And your Lord, Allah, who created the Heavens and the Earth in six days and then settled on the Throne. [Allah] Covers the night with the day, asks for it persistently; and the sun and the moon and the stars enslaved by His orders. Is this not His creation and His command? Blessed be Allah the Lord of all the worlds.

দিন রাত্রিকে অত্যন্ত উচ্চ গতি অর্থ্যাৎ আলোর গতিতে অনুসরণ করে। প্রায় একশ বছরের ব্যবধানে ১.৭ মিলিসেকেন্ডের পার্থক্য হয় যা অত্যন্ত শক্তিশালী সময় মাপার যন্ত্র দিয়ে পরীক্ষা করে জানা গেছে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছেপ্রশ্নতিনিকিভাবেজানলেন শত শত বছরের ব্যবধানে মিলি সেকেন্ডে পার্থক্য হয়? তিনি কিএ বিষয়েরউপর গবেষণা করে এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *