শিশির (Dew)
বৃষ্টি হলে পানি অঝোর ধারায় পরতে থাকে। কিন্তু শিশির হল বৃষ্টির ফোটার চেয়ে ছোট এবং হালকা, এমন এক ধরণের জলকণা যা বাতাসে অনায়াসে উড়ে বেড়াতে পারে। শুষ্ক এলাকা গুলোতেও শিশির হয়। শিশির গাছপালা ও ছোট ছোট কীটপতঙ্গকে পানি সরবরাহ করে। শিশির হল প্রাকৃতিক জলসেচক। অনেক সময় বৃষ্টি না হলে শিশির তার অভাব পূরণ করে। পাহাড়ি অঞ্চলে শিশির বেশি পড়ে। কোরআনে (২:২৬৫) এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।
٢٦٥ وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
অর্থঃ (অপরদিকে) যারা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যে এবং নিজেদের মানসিক অবস্থা (আল্লাহর পথে) সুদৃঢ় রাখার জন্যে নিজেদের ধনসম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে, যেন তা কোন উঁচু পাহাড়ের উপত্যকায় একটি (সুসজ্জিত) ফসলের বাগান, যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমান দ্বিগুন বৃদ্ধি পায়, আর প্রবল বৃষ্টিপাত না হলেও শিশির বিন্দুগুলোই (ফসলের জন্য) যথেষ্ট হয়, আল্লাহ তায়ালা ভাল করেই জানেন তোমরা কে কি কাজ কর।
And the parable of those who spend their wealth seeking Allah’s approval, and to strengthen their souls, is that of a garden on a high ground. If heavy rain falls on it, its produce is doubled; and if no heavy rain falls then dew. Allah is seeing of everything you do.
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে ধারণা করলেন পাহাড়ি অঞ্চলে শিশির হয়? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।