ভ্রুণ (Fetus)

ভ্রুণ (Fetus)

ভ্রুণ (Fetus)

মাতৃগর্ভে যখন পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু একসাথে মিলিত হয় তার পরেই ভ্রূণ তৈরি হয়। এ বিষয়ে কোরআনে (৮৬:৬-৭) উল্লেখ করা হয়েছে।

خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ (6) يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ (7)

অর্থঃ বানানো হয়েছে সবেগে স্খলিত (এক ফোটা) পানি থেকে। যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের ও (নারীর) বুকের (পাঁজরের) মাঝখান থেকে।

He was created from gushing water exiting from between the backbone and the breastbones.

ভ্রূণ যখন মাতৃগর্ভে তৈরী হয় তখন তা তিনটি স্তরের ভিতর সুরক্ষিত থাকে। এই তিনটি স্তরের নাম হল নিন্মরুপ,

(১)Amnio-chorionic membrane. (২). Uterus. (৩).Abdominal muscle wall.

এই তিন স্তরের কথাও কোরআনে (৩৯:০৬) উল্লেখ করা হয়েছে।

خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنْزَلَ لَكُمْ مِنَ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِنْ بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُصْرَفُونَ (6)

অর্থঃ তিনি তোমাদের সবাইকে আদমের একই সত্তা থেকে পয়দা করেছেন, অতপর তিনি তার সত্তা থেকে তার যুগল বানিয়েছেন এবং তিনি তোমাদের জন্য আট প্রকার পশু এর বিধান অবতীর্ন করেছেন, তিনিই তোমাদেরকে তোমাদের মায়েদের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন, তিনটি অন্ধকারে একের পর এক (অবয়ব দিয়ে গেছেন), এ হচ্ছেন আল্লাহ, তিনিই তোমাদের মালিক, তার জন্যই সার্বভৌমত্ব, তিনি ছাড়া কোন মাবুদ নেই, তারপরও মুল বিষয় থেকে তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে?

He created you from one person, then made from it its mate, and brought down livestock for you eight kinds in pairs. He creates you in the wombs of your mothers, in successive formations, in a triple darkness. Such is Allah, your Lord. His is the kingdom. There is no god but He. So what made you deviate?

ভ্রূণ তার বৃদ্ধি ও পুষ্টির জন্য যাবতীয় উপাদান মাতৃদেহ থেকে গ্রহণ করে। ভ্রূণ থাকা অবস্থায় মানব শিশু কানে শুনতে পায়। কিন্তু আলো দেখতে পায়না। কারণ ভ্রূণ থাকে তিনটি স্তরের ভিতরে, যেখানে আলো পৌছাতে পারেনা। কোরআনেও একই কথাই উল্লেখ করা হয়েছে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন ভ্রূণকে তিনটি স্তর সুরক্ষা দেয়? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *