পিরামিডের রহস্য (Secrets of Pyramids)

Pyramids

পিরামিডের রহস্য (Secrets of Pyramids)

যুগ যুগ ধরে পিরামিড গবেষকরা মনে করত পিরামিডের বড় বড় ব্লকগুলো (ইটের মত আকৃতি) প্রাকৃতিক বড় বড় পাথর কেটে তৈরী করা হয়েছে। এবং শ্রমিকরা সম্মিলিতভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে ঢাল বেয়ে বেয়ে সেগুলোকে টেনে টেনে উপরে তুলত। পিরামিড তৈরির রহস্য এতই অবাক করা যে, এখনও পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয়। আধুনিক ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র দ্বারা বিজ্ঞানীরা দেখেছেন যে, পিরামিডের উপরের ব্লকগুলোতে এমন এমন সব পদার্থের মিশ্রেণ য়াছে, যা প্রকৃতিতে সচরাচর পাওয়া যায়না। অবশ্যই ঐ ব্লকগুলো আগুনে পুড়িয়ে তৈরী হয়েছে এবং তারপর আধুনিক সিমেন্টের মত পদার্থ দিয়ে সেগুলো লাগানো হয়েছে। ব্লকগুলোকে যে পদার্থগুলো একত্র করেছে সেগুলোর মধ্যে সিলিকন ডাই অক্সাইড, ক্যালসিয়াম আথবা ম্যাগনেসিয়াম সিলিকেট যুক্ত খনিজ পাওয়া গেছে। অনেকে ভুল করে মনে করে ব্লকগুলো পাথর কেটে তৈরী করা হয়েছে। পিরামিডের ব্লকগুলো যে পাথর কেটে নয় বরং আগুনে পুড়িয়ে তৈরী হয়েছে সে কথা আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগেই কোরআনে (২৮:৩৮) উল্লেখ করা হয়েছে।

٣٨  وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرِي فَأَوْقِدْ لِي يَا هَامَانُ عَلَى الطِّينِ فَاجْعَلْ لِي صَرْحًا لَعَلِّي أَطَّلِعُ إِلَىٰ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُ مِنَ الْكَاذِبِينَ

অর্থঃ ফেরাউন বলল, হে আমার পরিষদরা, আমি তো জানিনা আমি ছাড়া তোমাদের আরও কোন মাবুদ আছে, (অতপর সে হামানকে বলল), হে হামান (যাও), আমার জন্যে (ইট তৈরির জন্যে) মাটি আগুনে পোড়াও, অতপর তা দিয়ে আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মান করো, যেন আমি (তাতে) উঠে মুসার মাবুদকে দেখে নিতে পারি, আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি!

And Pharaoh said to his people: “I have not known a god for you other than myself; so Haman, light me a fire to bake clay so that I could build a rise high enough, maybe I see Moses’ god whom I think is a liar.”

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন পাথর কেটে নয় বরং আগুনে পুড়িয়েই পিরামিডের ব্লকগুলো তৈরী করা হয়েছে? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *