পানি (Water)
বিজ্ঞানীদের মতে পৃথিবীতে পানি তৈরী হয়নি। বরং, মহাকাশের অন্য কোন স্থান থেকে বরফের কোন গ্রহানুপুঞ্জ পৃথিবীতে এসে আঘাত করে। ফলে, পানির সৃষ্টি হয়। বাইবেল অনুযায়ী স্রষ্টা সরাসরি এই পৃথিবীতেই পানি সৃষ্টি করেছে। যা ভুল। আর, কোরআনেই সঠিক তথ্য দেয়া হয়েছে। কোরআন অনুযায়ী, পানি পৃথিবীর বাইরে মহাকাশের অন্য কোন স্থানে সৃষ্টি হয়েছে। কোরআনে (২৩:১৮) উল্লেখ করা হয়েছে,
١٨ وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ ۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ
অর্থঃ আমি আসমান থেকে পরিমান মত পানি বর্ষন করেছি এবং তাকে জমিনে সংরক্ষণ করে রেখেছি, আবার (এক সময়ে) তা (উড়িয়ে) নিয়ে যাবার ব্যাপারে আমি সম্পুর্ন ক্ষমতাবান।
And We (Allah is one and only) sent down water from the heaven in proper quantity, and we (Allah is one and only) made Earth its dwelling, and We (Allah is one and only) are Able to take it away.
উপরের আয়াতে ‘ফাআসকান্নাহু ফিল আরদি’ থেকে অনুধাবন করা যায় যে, পানি পৃথিবীর বাইরে কোথাও সৃষ্টি হয়েছে। আমাদের পৃথিবীতে সৃষ্টি হয়নি।
উপরের অংশ থেকে আমরা জানতে পারলাম যে মহাকাশের অন্য কোন স্থান থেকে পানি পৃথিবীতে এসেছে।
এতো গেল পৃথিবীর বাইরের কথা। এবার আসুন পৃথিবীর ভিতরে। পৃথিবীর তিন ভাগ পানি আর একভাগ মাটি। আর আমাদের শরীরের অর্ধেকই হল পানি। পৃথিবীর সকল প্রানী ও উদ্ভিদের শরীরেই পানি আছে। কোরআনের (০২:১৬৪) এবং (২৪:৪৩) নম্বর আয়াতেও পানি সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
শুধু পৃথিবীতে নয়, পৃথিবীর বাইরেও মহাকাশের অন্য যে কোন স্থানে জীবন থাকতে হলে সেখানে পানি থাকা আবশ্যক। আর এজন্যই মহাকাশে বিজ্ঞানীরা যখন কোন বসবাস উপযোগী গ্রহ খুঁজে, তখন তারা প্রথমে সেখানে পানি আছে কিনা তা খুঁজতে থাকেন। আধুনিক টেলিস্কোপের অত্যন্ত উঁচু রেজুলেশনের ছবি বড় করে তাতে প্রাপ্ত ভিন্ন ভিন্ন রঙ দেখে ধারনা করা যায়, কোন গ্রহে কি কি ধরনের পদার্থ থাকতে পারে। কোরআনে এ বিষয়ে (২১:৩০) উল্লেখ করা হয়েছে।
٣٠ أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ
অর্থঃ এরা কি দেখেনা আসমান ও যমীন (একসময়) ওতপ্রোতভাবে মিশে ছিল, অতপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সবকিছুকেই পানি থেকে সৃষ্টি করেছি, এসব জানার পরও কি তারা ঈমান আনবেনা?
Do not those who disbelieve see that the heavens and the Earth were meshed together then We (Allah is one and only) ripped them apart? And then We (Allah is one and only) made of water everything living? Would they still not believe?
কোরআন অনুযায়ী প্রাণবান সবকিছুই পানি থেকে সৃষ্টি হয়েছে। যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কিভাবে মরুভুমিতে থেকেও জানলেন যে, প্রাণবান সবকিছুই পানি থেকে সৃষ্টি হয়েছে? তিনি কি এ বিষয়ে গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।