ঘাম (Perspiration)
পরিশ্রম হলেই আমরা ঘামি। একজন পুর্নবয়স্ক মানুষ সর্বোচ্চ প্রতি ঘণ্টায় প্রায় ২ থেকে ৪ লিটার পর্যন্ত ঘামে। মানুষের ত্বকে ঘাম গ্রন্থি থাকে এবং এইসব ঘাম গ্রন্থি দিয়ে আমাদের ঘাম বেরিয়ে আসে। তবে বাচ্চারা তুলনামুলকভাবে কম ঘামে। শরীর থেকে ঘাম বাষ্প হয়ে উড়ে গেলে শরীর ঠাণ্ডা হয়ে যায়। বেশি গরম পরলে ঘামের মাত্রা আরও বেড়ে যায়। আমাদের শরীরে ঘাম গ্রন্থি প্রচুর পরিমানে থাকে। এজন্য শরীরের তাপমাত্রা বাড়লে প্রায় সম্পুর্ন শরীরেই ঘাম উৎপন্ন হয়। ঘোড়ার ক্ষেত্রেও ঘাম গ্রন্থি থাকে।
কিন্তু কুকুরদের শরীরে ঘাম গ্রন্থি কম থাকে। এজন্য ওরা ঘামে না। ওরা হাপিয়ে হাপিয়ে এবং ছোট আর দ্রুত শ্বাস নিয়ে শরীরকে ঠাণ্ডা করে। কুকুরদের শরীরের তাপ কমানোর জন্য যেহেতু ঘাম গ্রন্থি নেই, সেহেতু তারা মুখ খুলে এবং জিহবা বের করে দৌড়ায়। এতে করে কুকুরের মুখ দিয়ে তাপ বাষ্পীভবনের মাধ্যমে বাতাসে মিলিয়ে যায়। মানুষের শরীর থেকে তাপ মুখ দিয়েও বের হয় এবং শরীরের ঘাম গ্রন্থি দিয়েও বের হয়। কিন্তু কুকুরের শরীর থেকে তাপ শুধু মুখ দিয়ে বের হয় কারণ তাদের কোন ঘাম গ্রন্থি নেই। কোরআনে (০৭:১৭৫-১৭৬) এ বিষয়ে পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে।
١٧٥ وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ١٧٦ وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَٰكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ۚ ذَٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
অর্থঃ (হে মুহাম্মদ,) তুমি তাদের কাছে (এমন) একটি মানুষের কাহিনী (পড়ে) শোনাও, যার কাছে আমি (নবীর মাধ্যমে) আমার আয়াতসমুহ নাজিল করেছিলাম, সে তা থেকে বিচ্যুত হয়ে পরে, অতপর শয়তান তার পিছু নেয় এবং সে সম্পুর্ন গোমরাহ লোকদের দলভুক্ত হয়ে পড়ে।
175 And relate to them the story of him to whom We delivered Our signs, but he detached himself from them, so Satan went after him, and he became one of the perverts.
(অথচ) আমি চাইলে তাকে এ (আয়াতসমূহ) দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম। কিন্তু সে তো (উর্ধ্বমুখী আসমানের বদলে) নিন্মমুখী জমিনের প্রতিই আসক্ত হয়ে পরে এবং (পার্থিব) কামনা বাসনার অনুসরণ করে। তার উদাহরন হচ্ছে কুকুরের উদাহরনের মত, যদি তুমি তাকে দৌড়াতে থাক তবুও সে (জিহবা বের করে) হাপাতে থাকে, আবার তোমরা সেটিকে ছেড়ে দিলেও সে (জিহবা ঝুলিয়ে) হাপাতে থাকে; এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমুহ অস্বীকার করেছে, এ কাহীনিগুলো (তাদের) তুমি পড়ে শোনাও, হয়তোবা তারা চিন্তা-গবেষণা করবে।
176 Had We willed, We could have elevated him through them; but he clung to the ground, and followed his desires. His metaphor is that of a dog: if you chase it, it pants; and if you leave it alone, it pants. Such is the metaphor of the people who deny Our signs. So tell the tale, so that they may ponder.
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন কুকুর জিহবা বের করে বা হাঁপিয়েই শরীরের তাপ বের করে? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।